এবারের IPL স্ক্রিপ্টেড নয়, ফাইনালের আগে দাবি ম্যাচে ফেভারিট CSK ভক্তদের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চলতি আইপিএলের (IPL 2023) দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি গত শুক্রবার সন্ধ্যায় গুজরাট টাইটান্স (GT) এবং মুম্বাই ইন্ডিয়ান্সের (MI) মধ্যে খেলা হয়েছিল। সেদিন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দুই দলকে একে অপরের মুখোমুখি হতে দেখা যায়। ওই ম্যাচে যে দল জিততো তারাই যে রবিবার চেন্নাই সুপার কিংসের (CSK) বিরুদ্ধে শিরোপার লড়াইয়ে নামবে সেটা স্পষ্ট ছিল। হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) দল প্রথম কোয়ালিফায়ারে ধোনির (MS Dhoni) চেন্নাইয়ের কাছে হেরে এলিমিনেটর ম্যাচটিতে লখনৌকে হারানো মুম্বাইয়ের হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে পৌঁছে গিয়েছে।

দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের আগে অনেকেই দাবি করছিলেন যে ম্যাচের স্ক্রিপ্ট কি হতে চলেছে এবং খারাপ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ফাইনাল খেলতে চলেছে তারা নাকি আগে থেকেই প্রকাশ করে দেওয়া হয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্সকে নিশ্চিত ভাবেই আইপিএলের ফাইনালে তোলা হবে এমনটা আশঙ্কা করেছিলেন অনেকেই। কিন্তু কাদের দেখানো যুক্তিগুলোকে ভুল প্রমাণ করে ফাইনালে পৌঁছে গেছে গুজরাট টাইটান্স। অনেকে আগে থেকে এটাও বলছিলেন যে যেহেতু এই আইপিএলটি ধোনির শেষ আইপিএল হতে পারে তাই তাকে ট্রফি উপহার করে দেওয়া হবে। হঠাৎ পরোক্ষভাবে বলার চেষ্টা করা হচ্ছিল যে আইপিএল স্ক্রিপ্ট ধোনির জন্যই লেখা হয়েছে এবার। কিন্তু দ্বিতীয় কোয়ালিফায়ারে সংখ্যাগরিষ্ঠের মুম্বাইকে নিয়ে করা ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হওয়ার পর সিএসকে ভক্তরা দাবি করছেন যে সম্পূর্ণ স্বচ্ছভাবেই এবারের আইপিএল এগিয়ে চলেছে।

আহমেদাবাদ স্টেডিয়ামে দু মাস আগে এই দুই প্রতিপক্ষই একে অপরের মুখোমুখি হয়েছিল এবং চলতি আইপিএলের যাত্রা শুরু হয়েছিল। সেই ম্যাচে অবশ্য হার্দিক পান্ডিয়ার গুজরাট ধোনির দলকে হারিয়ে জয় দিয়ে টুর্নামেন্টে নিজেদের যাত্রা শুরু করেছিল। এই মুহূর্তে গুজরাটের জার্সিতে প্রায় সকল বোলারের পাশাপাশি ব্যাট হাতে শুভমান গিল দুর্দান্ত ছন্দ রয়েছেন। অপরদিকে চেন্নাইয়ের প্রায় সকল ব্যাটার এবং বল হাতে জাদেজা ও তরুণ শ্রীলঙ্কান বোলার পাথিরানা ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের ব্যাটারি বন্ধ উইকেটে কোন দল আজ বাজী মারবে তা দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।

সম্ভাব্য গুজরাট টাইটান্স একাদশ: ঋদ্ধিমান সাহা, শুভমান গিল, হার্দিক পান্ডিয়া, বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, মহম্মদ শামি, মোহিত শর্মা, নূর আহমেদ, জশুয়া লিটল

ইম্প্যাক্ট সাব: সাই সুদর্শন

সম্ভাব্য চেন্নাই সুপার কিংস একাদশ: ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড, অজিঙ্কা রাহানে, শিবম দুবে, মঈন আলী, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিংহ ধোনি, দীপক চাহার, তুষার দেশপান্ডে, মাথিশা পাথরিনা, মহেশ থিকসেনা

ইম্প্যাক্ট সাব: আম্বাতি রায়ডু

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর