IPL-এর প্রথম ম্যাচে CSK-র মুখোমুখি হার্দিকরা, কেরিয়ারের শেষ হোম ম্যাচে KKR-এর মুখোমুখি ধোনি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: প্রকাশিত হল আইপিএল ২০২৩-এর (IPL 2023) বিস্তারিত সূচি। ৩১ শে মার্চ থেকে আরম্ভ হবে এইবারের আইপিএল। প্রথম ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন, হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) গুজরাট টাইটান্স (Gujrat Titans) এবং চারবারের চ্যাম্পিয়ন মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস (CSK)। গ্রুপ পর্বের খেলা চলবে ২১শে মে পর্যন্ত। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বিরাট কোহলির (Virat Kohli) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) মুখোমুখি হবে ঋদ্ধিমানদের (Wriddhiman Saha) গুজরাট।

কলকাতা নাইট রাইডার্স মরশুম শুরু করবে টুর্নামেন্টের দ্বিতীয় দিন অর্থাৎ ১লা এপ্রিল। সেই শনিবার মোহালিতে দুপুরের ম্যাচে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে নাইটরা। কেকেআর নিজের প্রথম হোম ম্যাচ খেলবে ৬ই এপ্রিল। ইডেন গার্ডেন্সে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হবেন তারা। এরপর মরশুমে তারা নিজেদের শেষ হোম ম্যাচ খেলবে ২০শে মে, লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে।

   

মহেন্দ্র সিংহ ধোনি সম্ভবত নিজের কেরিয়ারের শেষ আইপিএল হোম ম্যাচটি খেলবেন কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেই। ১৪ই মেয়ে চেন্নাইয়ে মুখোমুখি হবে সিএসকে এবং কেকেআর যেটা হবে চেন্নাইয়ের এই মরশুমের শেষ হোম ম্যাচ। বিরাট কোহলি এবং রোহিত শর্মা আরসিবি এবং মুম্বাই ইন্ডিয়ান্সের চলতি মরশুমের প্রথম ম্যাচে একে অপরের মুখোমুখি হবে ২রা এপ্রিল সন্ধ্যায়।

তিন বছর পর আবার স্বাভাবিকভাবে আয়োজিত হচ্ছে আইপিএল। করোনার ভ্রুকুটি কাটিয়ে চলতি বছরে হোম এবং অ্যাওয়ে ম্যাচের ভিত্তিতে গোটা টুর্নামেন্টটি আয়োজিত হবে। প্রত্যেক দল নিজের ঘরের মাটিতে সাতটি করে হোম ম্যাচ খেলবে। মোট ১২টি ভেন্যুতে আয়োজিত হবে দশটি দলের যাবতীয় ম্যাচ।

ipl fixtures

ইতিমধ্যে ১০টি দলকে দুটি গ্রূপে ভাগ করা হয়েছে। প্রথম গ্রূপে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়‍্যালস, দিল্লি ক্যাপিটালস, লখনউ সুপারজায়ান্টস। দ্বিতীয় গ্রূপে আছে চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, পাঞ্জাব কিংস, র‍য়‍্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। প্রতিটি দল ১৪টি ম্যাচ খেলবে। একটি দল একই গ্রুপের বাকি চারটি দলের সাথে একবার মুখোমুখি হবে। গ্রুপের অন্য পাঁচ দলের বিপক্ষে দশটি ম্যাচ খেলবে।

নক-আউট পর্যায়ের তথ্য আসছে….

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর