বিসিসিআই এবং আইপিএল কমিটি আগেই সিদ্ধান্ত নিয়েছিল যে এবার অইপিএল শুরুর আগেই করা হবে আলস্টার ম্যাচ। কিন্তু কিছুদিন আগে সেই ম্যাচ ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। তবে এবার বিসিসিআই এর তরফে জানিয়ে দেওয়া হল এই ম্যাচ হচ্ছে সেই সাথে ম্যাচের দিনক্ষণও জানিয়ে দেওয়া হয়েছে।
বিসিসিআই এর তরফে এই ম্যাচ করার ব্যাপারে প্রস্তাব দেওয়া হলে আইপিএল ফ্রাঞ্চাইজি গুলি তাদের দলের তরকা ক্রিকেটারদের ছাড়া নিয়ে বেঁকে বসেছিল তাদের দাবি ছিল এই ম্যাচ খেলতে গিয়ে যদি দলের তারকা ক্রিকেটাররা চোট পায় তাহলে আইপিএলে তাদের অসুবিধার মধ্যে পড়তে হবে। কিন্তু অবশেষে সব কিছু ঠিকঠাক হয়ে গিয়েছে। বিসিসিআই এর তরফে জানিয়ে দেওয়া হয়েছে আগামী 25 শে মার্চ অনুষ্ঠিত হবে এই ম্যাচ।
আইপিএলের আটটি ফ্রাঞ্চাইজি এর তারকা ক্রিকেটারদের নিয়ে দুটি দল তৈরি করা হবে। এর এই দুটি দলের মধ্যে হবে আলস্টার ম্যাচ। এই দুটি দলে একদিকে থাকবে কলকাতা নাইট রাইডার্স, কিংস ইলেভেন পাঞ্জাব, দিল্লী ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যলস। অপরদিকে থাকবে রয়াল চস্যাঞ্জার্স ব্যাঙ্গালুরু, মুম্বাই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং চেন্নাই সুপার কিংস।