ইয়োলো ব্রিগেড দুরন্ত জয় পেলেও শেষ হয়ে যেতে পারে সিএসকের এই সুপারস্টারের কেরিয়ার

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ অবশেষে চতুর্থবার আইপিএল খেতাব জয় করে আপাতত আইপিএলের সর্বোচ্চ ট্রফি শিকারিদের তালিকা দ্বিতীয় স্থানে রয়েছে ধোনি বাহিনী। গতবারে দুবাই সফর একেবারেই ভালো যায়নি সিএসকের জন্য, তবে এবার তার যোগ্য জবাব দিতে পেরেছেন তারা। কিন্তু একদিকে যখন আনন্দে মাতোয়ারা ইয়োলো আর্মি, তখনই অন্যদিকে আরেক সিএসকে সুপারস্টারের কেরিয়ার প্রায় এসে পৌছেছে একেবারে শেষ পর্বে। তিনি ধোনির সবচেয়ে প্রিয় খেলোয়াড়দের অন্যতম, শুধু তাই নয় সিএসকের একাধিক ট্রফি জয়ে বড় ভূমিকা রেখেছেন তিনি।

এর আগে হয়তো বা কেউ ভাবতেই পারেননি সুরেশ রায়নাকে বাদ দিয়ে আইপিএলের ফাইনালে নামবে ইয়োলো ব্রিগেড। কিন্তু এবার খারাপ ফর্মের জেরে তাকে বাদ দিয়ে রবিন উথাপ্পাকে সুযোগ দিলেন মাহি। সুযোগ অবশ্য পুরোপুরি কাজে লাগিয়েছেন উথাপ্পাও। কালও তার বিস্ফোরক ক্যামিও বড় রানে পৌঁছাতে যথেষ্ট সাহায্য করেছে চেন্নাই সুপার কিংসকে। তবে অন্যদিকে এবার বোধহয় শেষের পথে রায়নার কেরিয়ার। এবার গোটা আইপিএল জুড়েই তার ব্যাট ছিল একেবারে শান্ত। ১২ ম্যাচে মাত্র একটিই হাফসেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে।

এই রায়নাই একসময় পরিচিত ছিলেন মিস্টার আইপিএল হিসেবে। এমনকি সিএসকের অন্যতম বিগ সুপারস্টারও ছিলেন তিনি। আইপিএলে মাত্র ২০৫ ম্যাচে ৫৫২৮ রান রয়েছে তার। সর্বোচ্চ রান সংগ্রাহকদের এই তালিকায় তার আগে রয়েছেন শুধুমাত্র বিরাট কোহলি। অথচ সেই রায়নাই এবার ১২ ম্যাচে করেছেন মাত্র ১৬০ রান। বয়সের ছাপ কিছুটা দেখা যাচ্ছে তার খেলায়। ইতিমধ্যেই বাকি সমস্ত ধরনের ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন এই বাঁহাতি ব্যাটার। আপাতত ধোনির মতই শুধু আইপিএলেই খেলতে দেখা যায় তাকে।

তবে অনেকের মতে এটাই হয়তো হতে চলেছে সুরেশ রায়নার শেষ মরশুম। সূত্রের খবর অনুযায়ী পরবর্তী সিজেনে আর তাকে রিটেন নাও করতে পারে সিএসকে। এছাড়া তার বর্তমান ফর্ম দেখে অন্যান্য দলগুলো খুব আগ্রহী হবে বলে মনে হয় না। তাই ধোনিবাহিনী দুর্দান্ত জয় পেলেও সিএসকের এই সুপারস্টারের কেরিয়ার হয়তোবা এবার শেষের পথে।

 

সম্পর্কিত খবর

X