রবিবারের IPL ফাইনালের আসর ভেস্তে গেল, সোমবার খেলা হওয়ায় ধোনিদের বিরুদ্ধে এগিয়ে GT

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ আইপিএল ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছিল গোটা টুর্নামেন্ট দুই দুর্দান্ত ছন্দে থাকা দল গুজরাট টাইটান্স এবং চেন্নাই সুপার কিংস। কিন্তু আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রবিবার মারাত্মক বৃষ্টির কারণে মাঠেই নামা হলো না তাদের।

আম্পায়াররা রাত ১১টা অবধি অপেক্ষা করে জানিয়ে দেন যে মাঠ খেলা শুরু করার মতো অবস্থায় নেই। ফলে সোমবার, অর্থাৎ ২৯ শে মে দুই দল ফের একবার মাঠে নামবে নিজেদের শিরোপা দখলের লড়াইয়ে।

তবে সোমবারও যদি বৃষ্টির কারণে এই ম্যাচ আয়োজন না করা যায় তবে গুজরাট টাইটান্সের হাতে তুলে দেওয়া হবে ট্রফি। কারণ আইপিএলের পয়েন্টস টেবিলে তারা সিএসকের চেয়ে ভালো জায়গায় শেষ করেছিল।

দুই দলের মধ্যে চলতি মরশুমে মোট ৩ বার সাক্ষাৎ হয়েছে, যার মধ্যে দুইবারই জয় পেয়েছে হার্দিক পান্ডিয়ার দল। প্রথম কোয়ালিফায়ারে অবশ্য হার্দিকের দলকে হারতে হয়েছিল ধোনির মগজাস্ত্রের কাছে।

গুজরাট টাইটান্সের লক্ষ্য টানা নিজেদের দ্বিতীয় মরশুমে, দ্বিতীয় আইপিএল জয়। অপরদিকে চেন্নাইয়ের লক্ষ্য নিজেদের পঞ্চম ট্রফি জিতে মুম্বাই ইন্ডিয়ান্সকে ছুঁয়ে ফেলা। সোমবার কে লক্ষ্যে সফল হয় সেটাই দেখার।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর