করোনা ভাইরাসের কারণে এই মুহূর্তে বিশ্বজুড়ে ক্রীড়াক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়েছে, করোনা আতঙ্কে পিছিয়ে দেওয়া হয়েছে এবারের আইপিএল। এবারের আইপিএল 29 শে মার্চ থেকে শুরু হওয়ার কথা থাকলেও আপাতত 15 ই এপ্রিল পর্যন্ত স্থগিত রাখা হয়েছে এবারের আইপিএল। কিন্তু দিনের পর দিন করোনা ভাইরাস যে ভয়াবহ রূপ ধারণ করছে তাতে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু হয়ে গিয়েছে যে আদৌ কি 15 ই এপ্রিল থেকে শুরু করা যাবে আইপিএল? আর এমন পরিস্থিতি দাড়িয়ে বিসিসিআই তাদের প্লেন বি এর কথা ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে। অর্থাৎ জুলাই- সেপ্টেম্বর মাস থেকে শুরু হতে পারে আইপিএল এমনটাই শোনা গিয়েছে।
এই মুহূর্তে আইপিএলের ভবিষ্যৎ পুরোপুরি ভাবে নির্ভর করছে করোনা ভাইরাসের গতিপ্রকৃতির উপর। করোনা ভাইরাস এর গতি প্রকৃতির ওপর পুরোপুরি ভাবে নজর রাখছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। করোনা ভাইরাস এর গতি প্রকৃতির ওপর নজর রেখেই ভারতীয় ক্রিকেট বোর্ড পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানিয়ে দিয়েছেন। 2009 সালে ভারতবর্ষে নির্বাচন থাকার কারনে আইপিএল অনুষ্ঠিত হয়েছিল দক্ষিণ আফ্রিকায় মাত্র 37 দিনে। এক্ষেত্রেও যদি এইটুকু সময় পাওয়া যায় তাহলে প্রত্যেকদিন দুটি করে ম্যাচ করিয়ে দ্রুত আইপিএল শেষ করার কথা চিন্তা ভাবনা করছে বিসিসিআই।
তবে একান্তই যদি এটা সম্ভব না হয় সেক্ষেত্রে জুলাই- সেপ্টেম্বর মাসে আইপিএল করার কথা চিন্তা ভাবনায় রেখেছে বিসিসিআই। কারণ সেই সময় এশিয়া কাপ ছাড়া আর তেমন কোন বড় টুর্নামেন্ট নেই। জানা গিয়েছে এই মাসের শেষে ফের বৈঠকে বসতে চলেছে আইপিএল গভর্নিং বডি সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।