IPL 2022-এর প্রথম কোয়ালিফায়ারে রাজস্থানের বিরুদ্ধে অ্যাডভান্টেজ ঋদ্ধি, হার্দিকের গুজরাটই!

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে আইপিএল ২০২২ এর পয়েন্টস টেবিলে শীর্ষস্থানে গ্রূপ পর্ব শেষ করা দুই দল রাজস্থান রয়্যালস এবং নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্স। অভিষেক মরশুমেই লিগের শীর্ষস্থানে উঠে এসেছিল গুজরাট। মরশুমের শুরু থেকে ধারাবাহিকভাবে নিজেদের ফর্ম ধরে রেখেছে তারা। শুভমান গিল, ঋদ্ধিমান সাহা, হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, মহম্মদ শামিরা দুর্দান্ত পারফরম্যান্স করে আজ দলকে এই জায়গায় নিয়ে এসেছে। অপরদিকে রাজস্থান রয়্যালস দলে রয়েছে অরেঞ্জ ক্যাপের দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা জস বাটলার এবং পার্পল ক্যাপের দৌড়ে সবথেকে এগিয়ে থাকা যুজবেন্দ্র চাহাল। দলের মিডল অর্ডার কিছুটা সমস্যায় থাকলেও লোয়ার অর্ডারে অশ্বিন এবং হেটমায়ারের ফর্ম ভরসা দিচ্ছে তাদের।

এর আগে গ্রূপ পর্বে যখন দুই দল মুখোমুখি হয়েছিল তখন ৩৭ রানে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালসকে হারিয়েছিল হার্দিক পান্ডিয়ার দল। ৮৭ রানের দুরন্ত একটি ইনিংস খেলেছিলেন হার্দিক নিজে। বাটলারের অর্ধশতরান বৃথা গিয়েছিল। তবে ১৫ই এপ্রিলের সেই ম্যাচের পর থেকে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন হয়েছে দুই দলেই। আজ খাতায় কলমে গুজরাট এগিয়ে থাকলেও বদলা নেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে রাজস্থান। দুই দলই চাইবে এক চান্সে ফাইনালের জন্য যোগ্যতাঅর্জন করতে

গুজরাট টাইটান্স সম্ভাব্য একাদশ:
ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), শুভমান গিল, ম্যাথু ওয়েড, হার্দিক পান্ডিয়া , ডেভিড মিলার, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, সাই কিশোর, লকি ফার্গুসন, যশ দয়াল, মহম্মদ শামি

রাজস্থান রয়্যালস সম্ভাব্য একাদশ:
যশস্বী জয়সওয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটরক্ষক), দেবদত্ত পাডিকল, শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, প্রসিধ কৃষ্ণ, যুজবেন্দ্র চাহাল, ওবেদ ম্যাককয়

X