৯ ই এপ্রিল থেকে জৈব সুরক্ষা বলয়ে শুরু হতে চলেছে IPL, খুশির উন্মাদনা ক্রিকেটপ্রেমীদের মধ্যে

বাংলা হান্ট ডেস্কঃ ইতিমধ্যে বেজে গিয়েছে আইপিএলের দামামা। গত 18 ই ফেব্রুয়ারি চেন্নাইয়ে আইপিএল এর নিলাম সম্পন্ন হয়েছে। গত বছর করোনা পরিস্থিতির কারণে আইপিএল করতে হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহিতে তবে এবার বিসিসিআই কর্তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন দেশের মাটিতেই আইপিএল আয়োজন করতে। কারণ গত বছর দুবাইয়ে আইপিএল করে বিসিসিআই হয়তো অনেক টাকা রোজগার করেছিল কিন্তু দেশের মানুষ এই কোটিপতি লীগ দেখার আনন্দ উপভোগ করা থেকে বঞ্চিত হয়েছিল। তাই এবার দেশের মাটিতেই আইপিএল করতে বদ্ধপরিকর বিসিসিআই।

ইতিমধ্যে দেশজুড়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ঘরের মাটিতে আইপিএল দেখার আনন্দ শুরু হয়েছে। অনেকেই ঘরের মাটিতে আইপিএল দেখতে পাবেন বলে আনন্দ প্রকাশ করেছেন। সূত্র মারফত জানা গিয়েছে এই বছর আইপিএল শুরু হওয়ার প্রবল সম্ভাবনা 9 ই এপ্রিল থেকে এবং ফাইনাল ম্যাচটি হবে 30 শে মে। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে এই বছর আইপিএল হবে ভারতের মোট ছয়টি কেন্দ্রে। সেই কেন্দ্র গুলি হল কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, মুম্বাই, হায়দ্রাবাদ ও নয়া দিল্লি।

n2596130722a8affd128a66999936a27da0d2257db488f76f3914560453129276a3ba43e65

বিসিসিআই সূত্রে জানানো হয়েছে এবার 52 দিন ধরে চলবে আইপিএল। মোট 60 টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আর এই প্রত্যেকটি ম্যাচ অত্যন্ত সুরক্ষার সাথে জৈব বলয়ের মধ্যে অনুষ্ঠিত হবে। এছাড়াও মাঠে 50% দর্শক নিয়ে আইপিএলের ম্যাচ করার চিন্তা ভাবনা করছে বিসিসিআই। সম্প্রতি বিজয় হাজারে ট্রফিতে যে সমস্ত স্টেডিয়াম গুলিতে জৈব বলয় তৈরি করে ম্যাচ গুলি সম্পন্ন করা হয়েছে সেই সমস্ত স্টেডিয়াম গুলিতেই আইপিএল করার কথা ভাবনা চিন্তা করছে বিসিসিআই। এতে নতুন করে আর জৈব বলয় তৈরি করতে হবে না বিসিসিআইকে।

Udayan Biswas

সম্পর্কিত খবর