IPL অনিশ্চিত! জাতীয় দলে ফিরতে মরিয়া ধোনি তেরো বছর পর নামতে চলেছেন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে।

গত বছর বিশ্বকাপের সেমিফাইনালে ভারতীয় দলের জার্সি গায়ে শেষবার মাঠে নেমেছিলেন প্রাপ্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তারপর থেকে দীর্ঘদিন তিনি ক্রিকেট থেকে দূরে সরে ছিলেন। কিন্তু বর্তমান দিনে ক্রিকেট বদলে গিয়েছে। ভারতীয় জাতীয় নির্বাচকরা পরোক্ষ ভাবে ধোনিকে বুঝিয়ে দিয়েছেন যে যদি ভারতীয় দলে কামব্যাক করতে হয় তাহলে অতীত নয় বর্তমানে পারফরম্যান্স করে দেখাতে হবে। এমন পরিস্থিতিতে ধোনির জাতীয় দলে কামব্যাক করার একমাত্র উপায় ছিল আইপিএলে ভালো পারফরম্যান্স।

কিন্তু করোনা ভাইরাসের কারনে এই মুহূর্তে পুরো বিশ্বজুড়ে মহামারী সৃষ্টি হয়েছে। করোনার থাবা থেকে রক্ষা পায় নি ভারতও। করোনার কারণে এই মুহূর্তে পুরো ভারত লকডাউন। এর ফলে এবার আইপিএল হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। এরফলে যদি আইপিএল না হয় তাহলে জাতীয় দলে ধোনির কামব্যাক করা আরও অনেক কঠিন হয়ে যাবে।

25313144307ce19e1c68a4c2ecc37632c93ad557eb92608f29d182c41e786847f8f6b0fed

কিন্তু ধোনি এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলে ফিরতে মরিয়া তাই নিজেকে প্রমাণ করার জন্য আলাদা রাস্তা বেছে নিলেন ধোনি। প্রাপ্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তেরো বছর পর ফের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলার ইচ্ছা প্রকাশ করলেন। শেষবার 2007 সালে ঝাড়খণ্ডের হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলেছিলেন ধোনি। সেই সময় 61.50 গড়ে 123 রান করেছিলেন ধোনি। ইতিমধ্যেই সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলার ব্যাপারে ধোনি ঝাড়খণ্ড ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছেন।

Udayan Biswas

সম্পর্কিত খবর