জোড়া খুনের মামলা! তদন্ত থেকে অব্যাহতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ IPS দময়ন্তী সেন! হঠাৎ কী হল?

বাংলা হান্ট ডেস্কঃ ২০২৩ সালের জানুয়ারি মাসে সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। নেতৃত্ব দেবেন আইপিএস দময়ন্তী সেন (IPS Damayanti Sen)। তিনিই বেছে নেবেন সিটের বাকি অফিসারদের। এমনই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজশেখর মান্থা (Justice Rajasekhar Mantha)। এবার সেই মামলা থেকে অব্যাহতি চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হলেন এই অফিসার।

কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জানানো আর্জিতে কী বলা হয়েছে?

২০১৮ সালের ১৪ মে কাকদ্বীপে স্থানীয় এক সিপিএম কর্মী ও তাঁর স্ত্রীয়ের মৃতদেহ উদ্ধার হয়েছিল। অভিযোগ ওঠে, ঘরে আগুন লাগিয়ে ওই দম্পতিকে খুন করা হয়েছে। ওই খুনের মামলায় নাম জড়িয়েছিল একাধিক তৃণমূল নেতার। পুলিশি তদন্তে একাধিক ত্রুটি আসে বিচারে। এরপরেই সিট গঠনের নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত।

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশ ছিল, সিট গঠন করে তদন্ত শুরু করবেন আইপিএস দময়ন্তী সেন। তিনিই সিটের বাকি অফিসারদের বেছে নেবেন। রাজ্য এই রায় চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল। তবে গত ২০ জানুয়ারি প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ সেই আর্জি খারিজ করে দেয়।

আরও পড়ুনঃ অভিষেক-কল্যাণ কেউ নন! বড় ‘দায়িত্ব’ পেলেন মহুয়া! এই কমিটিতে স্থান পেলেন TMC সাংসদ

এবার জানা গেল, প্রায় ৭ বছর পুরনো ওই জোড়া খুনের মামলার তদন্ত থেকে অব্যাহতি চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন খোদ দময়ন্তী। বিচারপতি মান্থার এজলাসেই আর্জি জানিয়েছেন তিনি। দময়ন্তীর বক্তব্য, তিনি নানান রোগে আক্রান্ত। যে কারণে গাড়ি চড়ার ক্ষেত্রে বিধিনিষেধের পাশাপাশি মানসিক চাপ নেওয়া বারণ। এমতাবস্থায় ওই মামলার তদন্তভার থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

Calcutta High Court

উল্লেখ্য, ২০১৮ সালে কাকদ্বীপে সিপিএম কর্মী দেবপ্রসাদ দাস এবং তাঁর স্ত্রী ঊষারানি দাসের অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার হয়েছিল। ওই দম্পতির ঘরে আগুন লাগিয়ে তাঁদের পুড়িয়ে মারার অভিযোগ ওঠে। হাইকোর্টের (Calcutta High Court) তরফ থেকে সিট গঠন করে তদন্তের নির্দেশ দেওয়া হলেও, এবার তদন্ত থেকে অব্যাহতির আর্জি জানালেন আইপিএস দময়ন্তী সেন। অন্যদিকে প্রয়াত দম্পতির ছেলে নতুন করে আরও একটি মামলা করেছেন বলে খবর।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর