ভোটের মুখে ইস্তফা শীতলকুচির চর্চিত IPS-এর, নামবেন রাজনীতির আসরে? জল্পনা তুঙ্গে

বাংলা হান্ট ডেস্ক : সামনেই লোকসভা নির্বাচন (Lok Sabha Election), আর তার আগে বিভিন্ন দল তাদের ঘুঁটি সাজাচ্ছে। ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার সাথে সাথেই বিভিন্ন জায়গায় প্রচার শুরু হয়েছে। এসবের মধ্যে বড় খবর, ইস্তফা (IPS Resign) দিয়েছেন IPS দেবাশিস ধর। আজ অর্থাৎ বৃহস্পতিবারই দেবাশিস ধর তার ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব বি পি গোপালিকার কাছে।

বাংলার 2010 সালের ক্যাডার দেবাশিস বাবু। ইস্তফাপত্রে কারণ অবশ্য উল্লেখ্য করেননি তিনি, শুধুমাত্র বলা রয়েছে ব্যক্তিগত কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার কথায় এবার IPS ছেড়ে জীবনের অন্যান্য সামাজিক এবং ব্যক্তিগত লক্ষপূরণ করতে চান তিনি। সত্বর যেন ইস্তফাপত্র গ্রহণ করা হয় সেদিকে বিশেষ জোর দিয়েছেন প্রাক্তন IPS অফিসার।

এখানে জানিয়ে দিই যে, দেবাশিস ধর অন্যতম চর্চিত ব্যাক্তি। এর আগে তিনি কোচবিহারের পুলিশ সুপার পদে ছিলেন। গেলবার বিধানসভা আসনে নির্বাচনের সময় শীতলকুচি যখন উত্তপ্ত হয়ে ওঠে তখনও সেখানেই পোস্টিং ছিল দেবাশিস ধরের। রাজ্য পুলিশের এসপি পদের ‘কম্পালসরি ওয়েটিং’-এ ছিলেন তিনি।

কিন্তু ভোটের মুখে এভাবে আইপিএস অফিসারের ইস্তফা দেওয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। উল্লেখ্য যে, কদিন আগে রাজ্য পুলিশের আরেক আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায় ইস্তফা দেন। ইস্তফা দেওয়ার পরপরই আর তিনি যোগ দেন রাজ্যের শাসকদল তৃণমূলে। এবার লোকসভা নির্বাচনে প্রসূন বন্দ্যোপাধ্যায় লড়বেন মালদা উত্তর থেকে।

আরও পড়ুন : আর নয় ভিড়ে ঠেলাঠেলি, আরামে সফর শিয়ালদা লাইনে! বিরাট তথ্য দিল পূর্ব রেল

vzsxvdxv 1618050399478 1662904454937 1662904454937

ভোটের আগে আরেক আইপিএস অফিসারের ইস্তফা নিয়ে জোর আলোচনা বঙ্গ রাজনীতিতে। যদিও এখনই কিছু জানা যায়নি। কিন্তু অনেকে মনে করছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মতো তিনিও রাজনীতির আসরে নামতে পারেন। যদিও দেবাশিস ধর কারণ হিসেবে উল্লেখ করেছেন ব্যক্তিগত লক্ষ্যপূরণ এবং সামাজিক কাজের জন্যই পদত্যাগ করেছেন তিনি। তাই এখন দেখার আগামীতে তিনিও রাজনীতির আসরে নামেন নাকি রাজনীতি থেকে দূরে গিয়ে সমাজসেবায় নিযুক্ত হন।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর