পর্দা নয়, বাস্তবের ‘দাবাং’ অফিসার! কে এই মনোজ বর্মা? নতুন সিপির আসল পরিচয় মাথা ঘুরিয়ে দেবে

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডের জেরে বর্তমানে সরগরম রাজ্য। বাংলা জুড়ে উঠেছে প্রতিবাদের ঢেউ। এই আবহে মঙ্গলবার কলকাতা সহ রাজ্য পুলিশের একাধিক রদবদলের কথা ঘোষণা করা হয়। জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে সরিয়ে দেওয়া হয় বিনীত গোয়েলকে। সেই জায়গায় নতুন সিপি করা হয় মনোজ বর্মাকে (IPS Manoj Verma)।

  • ১৯৯৮ ব্যাচের আইপিএস মনোজ (IPS Manoj Verma)

১৯৬৮ সালে রাজস্থানের সওয়াই মাধোপুরে জন্ম মনোজের। মাত্র ৩০ বছরেই UPSC পরীক্ষায় পাশ করেন। কলকাতার পুলিশ কমিশনার (Kolkata Police Commissioner) হওয়ার আগে একাধিক গুরুত্বপূর্ণ পদ সামলেছেন। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার থাকাকালীন অত্যন্ত দক্ষতার সঙ্গে নিজের কাজ করেছিলেন মনোজ। অ্যান্টি মাওবাদী স্কোয়াড তৈরি করে লালমাটি জুড়ে মাওবাদীদের কার্যকলাপ রুখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই অফিসার।

   
  • সামলেছেন পাহাড়ের টালমাটাল পরিস্থিতি!

একসময় ‘কাউন্টার ইনসার্জেন্সি ফোর্স’এর দায়িত্ব ছিল মনোজের (IPS Manoj Verma) কাঁধে। দুর্দান্ত কর্মদক্ষতার কারণে অল্প সময়ের মধ্যে তাঁর প্রোমোশনও হয়। ডিআইজি র‍্যাঙ্কে উন্নীত হয়ে তিনি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে চলে যান। একসময় দার্জিলিংয়ের আইজি-ও হয়েছিলেন। অনেকেই হয়তো জানেন, গোর্খা জনমুক্তি মোর্চার আন্দোলনে যখন উত্তপ্ত হয়ে উঠেছিল পাহাড়, তখনও এগিয়ে এসেছিলেন এই মনোজ।

আরও পড়ুনঃ একেবারে ১ লাখ! পুজোর আগেই চাকরিজীবীদের বিরাট সুখবর! এক ঘোষণায় খুশির হাওয়া দেশে

পাহাড় থেকে সমতল, টালমাটাল পরিস্থিতি সামাল দিতে এই অফিসার সিদ্ধহস্ত! ২০১৯ সালে উত্তর ২৪ পরগণার ভাটপাড়া, ব্যারাকপুর শিল্পাঞ্চল। মাঝেমধ্যেই এখান থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর উঠে আসতো। সেই আবহে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের (Barrackpore Police Commissionerate) প্রধান করে মনোজকে পাঠানো হয়। অত্যন্ত দক্ষতার সঙ্গে সেই পরিস্থিতিও সামাল দিয়েছিলেন তিনি।

IPS Manoj Verma

একটা সময় কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার, দুর্নীতি দমন শাখার এডিজি হিসেবে কাজ করেছেন মনোজ (IPS Manoj Verma)। কলকাতা পুলিশে ডিসি (ট্র্যাফিক), ডিসি ডিডি (স্পেশ্যাল) পদেও আসীন ছিলেন। নিজের কাজের জন্য বহু পুরস্কারেও ভূষিত হয়েছেন এই আইপিএস অফিসার। ২০১৭ সালে রাজ্য সরকারের পুলিশ পদক পেয়েছিলেন। দু’বছর পর মুখ্যমন্ত্রীর পুলিশ পদক তুলে দেওয়া হয় তাঁর হাতে। বর্তমানে আরজি কর কাণ্ডে টালমাটাল অবস্থা বাংলায়। এই ঘটনায় একাধিকবার প্রশ্নের মুখে পড়েছে কলকাতা পুলিশের ভূমিকা। এমতাবস্থায় এডিজি (আইনশৃঙ্খলা)-এর পদ থেকে সরিয়ে কলকাতার পুলিশ কমশনার করা হয়েছে মনোজকে। তিনি কীভাবে এই পরিস্থিতি সামাল দেন সেটাই দেখার।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর