নন্দীগ্রামে মমতার চোখে চোখ রেখে কথা বলা অফিসারকে বীরভূমে কেষ্টর গড়ে পাঠাল কমিশন

বাংলা হান্ট ডেস্কঃ নন্দীগ্রামের বয়ালের বুথে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় ঘণ্টা খানেক আটকে ছিলেন, তখন সেখানে পরিস্থিতি সামলে দিতে উপস্থিত হয়েছিলেন আইপিএস নগেন্দ্র ত্রিপাঠী। মুখ্যমন্ত্রী ওনাকে যখন নন্দীগ্রামের বুথে অসঙ্গতির কথা বলেছিলেন, তখন নগ্রেন্দ্র ত্রিপাঠী মুখ্যমন্ত্রীর চোখে চোখ রেখে বলেছিলেন, ‘ম্যাডাম খাকি পরে দাগ নেব না।” নগেন্দ্র ত্রিপাঠীর সেই বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। চারিদিকে ওনাকে নিয়ে প্রশংসার বন্যা বয়ে যায়। এবার সেই নগেন্দ্র ত্রিপাঠীকে দায়িত্ব দেওয়া হল বীরভূমের পুলিশ সুপার হিসেবে।

ips nagendra

বীরভূমের পুলিশ সুপার মিরাজ খালিদকে বদলি করে নতুন করে নগেন্দ্র ত্রিপাঠীকে দায়িত্ব দিল কমিশন। এটাই প্রথম না যে, নির্বাচনের আগে কোনও জেলার পুলিশ সুপার অথবা প্রশাসনিক আধিকারিকদের বদলি করল কমিশন। এর আগেও একাধিকবার আমলাদের বদলি করে কমিশন তাঁদের কড়া মনোভাব প্রকাশ করেছিল। তবে শুভেন্দু নগেন্দ্র ত্রিপাঠীকেই না, এর সঙ্গে আরও দুই অফিসারকে বদলি করল কমিশন।

পূর্ব বর্ধমানের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় এবং আসানসোল দুর্গাপুরের পুলিশ সুপার সুকেশ জৈনকে বদল করা হয়েছে কমিশনের পক্ষ থেকে। ওনাদের যায়গায় নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে অজিত কুমার সিংহ এবং নীতিশ জৈনকে। এছাড়াও বীরভূমের বিলৌরের SDPO অভিষেক রায়কে সরিয়ে নাগারাজ দেবারাকোন্ডাকে দায়িত্ব দিল কমিশন।

উল্লেখ্য, এই জেলা গুলোতে আগামী দিনে নির্বাচন হতে চলেছে। আর নির্বাচনের মধ্যে অশান্তি এড়াতে কমিশনের তরফ থেকে একাধিক পুলিশ কর্তাকে সরানো হল।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর