মানুষের সেবাকাজে বড় ভূমিকা পালন করছেন পুলিশকর্মীরা, জানুন IPS আধিকারির কাহিনী

বাংলাহান্ট ডেস্ক : করোনা পরিস্থিতিতে বিহারের(bihar) কিশানগঞ্জ (kishangunj)জেলার পুলিশ সুপার (এসপি) আইপিএস( Ips) অফিসার কুমার আশীষ কিছু শ্রমিকদের সাহায্য করেন।করোনা পরিস্থিতিতে পুলিশ প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।আর লকডাউনকে মেনে চলার পাশাপাশি পুলিশ সদস্যরা মানব সেবায়ও কাজ করছেন।

আইপিএস অফিসারের নির্দেশে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে পুলিশ 

পুলিশ কর্মীরা আইপিএস কুমার আশীশের নেতৃত্বে বিহার-বাংলা সীমান্তে কিশনগঞ্জ জেলায় অভাবী মানুষকে সহায়তা করছেন। প্রবীণদের যত্ন নেওয়া বা গুরুতর অসুস্থ, রাস্তায় অভাবীদের সাহায্য করা রোগীদের হাসপাতালে চিকিত্সা করা সব দিক থেকেই তাড়াতাড়ি সাহায্য করছেন। আবার জেলা পুলিশ এই সমস্ত ক্ষেত্রে কাজ করার পাশাপাশি নিজেদের কর্তব্যও করে যাচ্ছেন। মাস্কের পাশাপাশি রেশনের প্যাকেট সরবরাহ করা হচ্ছে।

IMG 20200506 WA0044

খাবারের পাশাপাশি ওষুধও বিতরণ করছে পুলিশ 

সোশ্যাল মিডিয়ায় দেখানো হয়েছে এ পর্যন্ত হাজার হাজার প্যাকেট বিতরণ করা হয়েছে। সাধারণ মানুষকে সব রকম ভাবে সাহায্য দেওয়া হয়েছে। নিয়ম করে ডাল, শাকসবজি, সয়াবিন, নুন, তেল ইত্যাদি দরিদ্র লোকেদের দেওয়া হচ্ছে। এর পাশাপাশি রোগীদের জন্য দুটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করেছে। রোগীদের চিকিৎসা করার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছিল আর অনেক অসুস্থ মানুষকে বাড়িতে গিয়েছে ওষুধ পৌঁছে দেওয়া হয়।

সাক্ষাৎকারে জানান তিনি দরিদ্রদের সাহায্য করতে চান 

এক সাক্ষাৎকরে কুমার আশীষ জানান এই সঙ্কটের এই মুহুর্তে কিশানগঞ্জ পুলিশ মানবতার উদাহরণ দিয়েছে। আমি নিজে ছোটো থেকে দারিদ্র্য, সংগ্রাম এবং টাকার অভাব দেখেছি তাই আমি যদি কোনও নিঃস্ব মানুষ দেখি আমি তাকে সাহায্য করার চেষ্টা করি। আমরা এই করোনার যুদ্ধের বিরুদ্ধে একসাথে লড়াই করছি এবং প্রতিদিন ঘুরে বেড়ানো গৃহহীন মানুষদের সাথে আমরা আছি।


সম্পর্কিত খবর