বাংলাহান্ট ডেস্ক: অযোধ্যার রাম মন্দিরের ভূমি পুজোর পর, এবার মথুরায় (Mathura) শ্রী কৃষ্ণ জন্মভূমি নিয়ে সরগরম রাজনৈতিক মহল। কৃষ্ণ জন্মভূমির জন্য মথুরা আদালতে মামলাও দায়ের করা হয়েছে। অযোধ্যা মামলার পক্ষে ভারতীয় জনতা পার্টির নেতা বিনয় কাটিয়ার এবং বাবরি মসজিদের পক্ষে ইকবাল আনসারী এ সম্পর্কে তাদের মতামত ব্যক্ত করেছেন।
শ্রীকৃষ্ণ জন্মভূমির পক্ষে বিনয় কাটিয়ার
বিনয় কাটিয়ার (Vinay Katiyar) এবিষয়ে কৃষ্ণ জন্মভূমির পক্ষে রায় দিয়েছেন। তিনি বলছেন, আইনি পথ গ্রহণ করে কিংবা আন্দোলন করে মথুরায় শ্রীকৃষ্ণ জন্মভূমি মুক্ত করতে হবে। তিনি বলেন, আজ যেস্থানে একটি মসজিদ নির্মিত রয়েছে, সেখানে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। শ্রীকৃষ্ণ জন্মভূমির উপর দিয়েই মসজিদে যাওয়ার রাস্তা পড়ছে। এটি অন্য সম্প্রদায়ের লোকেরা জোর করে দখল করে নিয়েছিল। কোনো বড় আন্দোলন ছাড়া প্রশাসনের ঘুম ভাঙবে না।
এক্ষেত্রে আন্দোলন জরুরী
পাশাপাশি ‘বজরঙ্গ দলের’ প্রতিষ্ঠাতা বিনয় কটিয়ার স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, এই কাজের জন্য একটি বড় আন্দোলন করা জরুরী। রাজনৈতিক দল হওয়ার সুবাদে বিজেপি এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। বাকি দলগুলোও অংশ নেবে। অযোধ্যা, কাশী ও মথুরা স্বাধীন করার বিষয়ে বিজেপি অনেক দিন আগেই প্রতিশ্রুতি দিয়েছিল। সেই মত অযোধ্যায় কাজও হয়েছে। তবে এবার কাশী এবং মথুরার মধ্যে কোন জায়গা নিয়ে আগে আন্দোলন করা হবে, তা আলোচনা করে নেওয়া হবে।
বিরোধিতা করলেন ইকবাল আনসারী
এই বিষয়ে ক্ষিপ্ত হয়ে ইকবাল আনসারী (Iqbal ansari) মন্তব্য করেছেন, যারা হিন্দু-মুসলিম নিয়ে রাজনীতি করেন, তারাই এই ধরনের কথা বলেন। কিছু লোক আছে যারা মন্দির-মসজিদের বিবাদকে নিজেদের দৈনন্দিন কাজের অংশ করে তুলেছেন। সেই কারণেই বাবরি মসজিদের মামলা দীর্ঘদিন ধরে চলেছিল। এভাবে ভারতের অগ্রাধিকার সম্ভব নয়।