বাংলাহান্ট ডেস্কঃ অযোধ্যায় রাম মন্দিরের (Ram temple) ভূমি পূজনের প্রস্তুতি তুঙ্গে। এদিনের এই অনুষ্ঠানে যোগ দেবেন বিভিন্ন ধর্মের মানুষজনও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আরএসএস প্রধান মোহন ভাগবত, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও মহন্ত নিত্যগোপালদাস সহ আরও অনেক মুসলিম ধর্মের মানুষজনও।
আমন্ত্রণ পত্র পেলেন ইকবাল আনসারি
সোমবার থেকে শুরু হয়েছে এই অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র প্রেরণ। সর্বপ্রথম আমন্ত্রণ পত্র পাঠানো হল ইকবাল আনসারিকে (Iqbal Ansari), যিনি অযোধ্যার জমি নিয়ে মামলা করেছিলেন। আমন্ত্রণ পত্র পেয়ে খুব খুশি তিনিও। তিনি জানালেন, ‘প্রভু রামের ইচ্ছাতেই এই শুভ অনুষ্ঠানের প্রথম আমন্ত্রণ পত্র আমি পেলাম, এটা আমার বিশ্বাস। এখানে হিন্দু ও মুসলিম উভয়েই পরম শান্তিতে বাস করেন’।
আন্তরিক ভাবে আমি খুবই খুশি
তিনি আরও জনান, ‘মন্দির তৈরি হলে, ভাগ্যই পাল্টে যাবে অযোধ্যার। আরও সুন্দর হয়ে উঠবে এই শহরটা। অনেক কর্মসংস্থান হবে এখানে। বিশ্বের নানা প্রান্ত থেকে তীর্থযাত্রীরা তীর্থ করতে আসবেন এখানে। আমি আগেই বলেছিলাম, কোন ধর্মীয় অনুষ্ঠানে আমন্ত্রণ পেলে নিশ্চয়ই যাব। অযোধ্যায় রামমন্দির নির্মান হওয়ায় আন্তরিক ভাবে আমি খুবই খুশি’।
সেজে উঠছে গোটা অয্যোধ্যা নগরী
এদিন অকাল দীপাবলিতে সেজে উঠবে গোটা দেশ। তার পূর্ব প্রস্তুতি অনেক দিন আগে থেকেই শুরু হয়ে গেছে অযোধ্যায়। ভগবান রামের সাজে সেজে উঠছে গোটা অয্যোধ্যা নগরী। অনুষ্ঠানে মান্য করা হবে সামাজিক দূরত্বও। সমস্ত নিয়ম মেনেই পালিত হবে এই অনুষ্ঠান। সকলেই বর্তমানে সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় অপেক্ষারত।