লজ্জা শরমের বালাই নেই, বাবার সামনে বিকিনি পরে কেক কাটলেন ইরা! ভাইরাল আমির-কন‍্যার ছবি

বাংলাহান্ট ডেস্ক: বিকিনি পরে জন্মদিন পালন! ইরা খানের (Ira Khan) ছবি দেখে সমালোচনার ঢেউ শুরু হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। বাবা, মায়ের সামনে লজ্জা শরমের মাথা খেয়ে বিকিনি পরে কেক কেটেছেন ইরা। মেয়েকে সঠিক শিক্ষা দিতে পারেননি অভিনেতা, এমনি দাবি করছেন নেটিজেনরা।

২৫ এ পা দিয়েছেন ইরা। আমির খানের (Aamir Khan) প্রথম পক্ষের স্ত্রী রীনা দত্তের মেয়ে তিনি। ২৫ তম জন্মদিনে অভিনব পার্টির আয়োজন করেছিলেন তিনি। বার্থডে গার্ল ইরা সহ বাকি অতিথিরাও ছিলেন সুইমস‍্যুটে। সুইমিং পুলে ভাসতে ভাসতেই জন্মদিন সেলিব্রেট করেছেন ইরা।

IMG 20220509 183752
হলুদ, নীল স্ট্রাইপ বিকিনি পরে সেজেছিলেন ইরা। কেক কাটার সময়েও পোশাক পরিবর্তন করার প্রয়োজন মনে করেননি তিনি। বিকিনি পরেই ফুঁ দিয়েছেন মোমবাতিতে। পাশে খালি গায়ে শর্টস পরে দেখা গেল আমির ও তাঁর দ্বিতীয় পক্ষের ছেলে আজাদকেও। ছিলেন রীনা দত্ত।

পার্টিতে আলাদা করে নজর কেড়েছেন ইরার প্রেমিক নূপুর শিখরে। জলের মধ‍্যে প্রেমিককে জড়িয়ে ধরে ছবি তুলেছেন ইরা। শুধু তাই নয়, সৎ মা কিরণ রাওকেও দেখা গেল পুলের জলে ইরার সঙ্গে ছবি তুলতে। সব মিলিয়ে দুই পক্ষকে নিয়েই পার্টিতে মেতেছিলেন আমির।

https://www.instagram.com/p/CdVgQm9NZrD/?igshid=YmMyMTA2M2Y=

কিন্তু নেটিজেনরা তীব্র সমালোচনা শুরু করেছেন ইরা সহ গোটা খান পরিবারের। এ কেমন সেলিব্রেশন? বাবার সামনেই বিকিনি পরে নির্লজ্জের মতো ঘুরে বেড়াচ্ছে ইরা! সংষ্কৃতি নষ্ট করছেন বলে অভিযোগ করেছেন নেটনাগরিকরা। একজনের কটাক্ষ, যুগ যে সত‍্যিই এগিয়েছে তার প্রমাণ এতদিনে পাওয়া গেল‌। এই পোশাকে জন্মদিন পালন! ভাবাই যায় না।

বলিউডে এখনো অভিষেক করেননি ইরা। যদিও সোশ‍্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন তিনি। বহুবার বহু বিতর্ক, সমালোচনার সম্মুখীন হতে হয়েছে তাঁকে। কোনো না কোনো বিষয়ে প্রায়ই সংবাদ শিরোনামে উঠে আসে ইরার নাম।

Niranjana Nag

সম্পর্কিত খবর