ভারতের মতো হিংস্র তান্ডব নয়,গণআন্দোলনে পদত্যাগ ইরাকের প্রেসিডেন্টের

বাংলা হান্ট ডেস্কঃ ভারত যেখানে গণতন্ত্রের সবচেয়ে বড় স্তম্ভ হলো এখনো জীবিত রয়েছে।

কিন্তু বহু দেশ রয়েছে যেখানে গণতন্ত্রের স্তম্ভগুলো জীবাশ্মে পরিণত হয়েছে। সেখানে আইন-কানুনের শাসন নেই বললেই চলে।

IMG 20191228 WA0285

কিন্তু প্রসঙ্গ সেখানে নয়,প্রসঙ্গ ভারতের অভ্যন্তরীণ নাগরিকত্ব বিল যেখানে তাণ্ডব চালালো কিছু হিংস্র মানব। বিদ্রোহ আন্দোলন নাকি তার নাম। কিন্তু অন্যদিকে ইরাকে ঘটলো ঠিক তার বিপরীত ঘটনা। আন্দোলন হল কিন্তু সেখানে পদত্যাগ করতে বাধ্য হল প্রেসিডেন্ট। ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ পদত্যাগ করেছেন।

ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ লেবাননের আল-মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছেন, তিনি সংসদের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন।অর্থনৈতিক সমস্যার সমাধান ও দুর্নীতি দমনের দাবিতে গত ১ অক্টোবর থেকে ইরাকে বিক্ষোভ শুরু হয়েছে।IMG 20191228 WA0284

বিক্ষোভের কারণে গত ২৯ নভেম্বর দেশটির প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি পদত্যাগ করেছেন। আব্দুল মাহদির পদত্যাগের পর এখন নয়া প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে জটিলতা দেখা দিয়েছে।


Udayan Biswas

সম্পর্কিত খবর