ভারতের ১ টাকা দিলেই হাতে আসবে ৫০০! এই দেশে ইন্ডিয়ানরা ঘোরেন রাজার হালে, বুঝতে পারছেন?

বাংলাহান্ট ডেস্ক : বাজারে বিগত কয়েক বছরে বেশ খানিকটা পতন হয়েছে ভারতীয় রুপির (Indian Currency)। বর্তমানে ১ ডলারের সাপেক্ষে ভারতীয় রুপির দাম ৮৩ টাকা। ৮৩ ভারতীয় রুপি খরচ করলে আপনি পাবেন ১ মার্কিন ডলার। তবে বিশ্বের এমন একটি দেশ রয়েছে যেখানে ১ ভারতীয় রুপির মূল্য ৫০০ টাকা! এই দেশে গেলে আপনি যে রীতিমত ‘বড়লোক’ হয়ে যাবেন তা বলাই যায়।

ভারতের নিরিখে ইরানের (Iran) মুদ্রার মূল্য 

বিশ্বের অন্যতম বৃহত্তম তেল উৎপাদনকারী এই দেশটির আর্থিক অবস্থা ক্রমাগত অবনতির পথে এগোচ্ছে। বর্তমানে ১ ভারতীয় রুপি এই দেশের ৫০০ টাকার সমান। প্রাকৃতিক সম্পদ সম্বলিত ইরানের (Iran) অর্থনীতির  গ্রাফ ইদানিংকালে নিম্নমুখী। ইরানের মুদ্রার নাম রিয়াল-ই-ইরান। এক সময় ইরানের রিয়াল বেশ সমৃদ্ধ ছিল বিশ্ব অর্থনীতিতে।

Iran Currency

তবে বিগত বছরগুলিতে মার্কিন যুক্তরাষ্ট্র একাধিক নিষেধাজ্ঞা চাপায় ইরানের উপর। তারপর থেকেই ইরানের (Iran) মুদ্রার (Currency) দাম কমেছে হুহু করে। আমেরিকার ভয়ে অনেক দেশ ইরানের থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে। যার প্রত্যক্ষ প্রভাব পড়েছে ইরানের অর্থনীতিতে। সেই কারণে ক্রমশ বিশ্ববাজারে দর কমেছে ইরানের মুদ্রার।

আরোও পড়ুন : নিয়োগ দুর্নীতিতে বড় খবর! পার্থ-কুন্তলের বিরাট পদক্ষেপ! বছর শেষের আগেই তোলপাড় রাজ্য

অর্থনৈতিকভাবে সংকটে থাকা ইরানের বেশ সুসম্পর্কই রয়েছে ভারতের (India) সাথে। বর্তমানে ৫০৭.২২ ইরানি রিয়াল ভারতের ১ টাকার সমান। ভারতীয় পর্যটকেরা ১০ হাজার টাকা সম্বল করে ইরানে গেলে রাজার হালে থাকতে পারবেন সেটা বলাই যায়। বেশ সস্তায় ভারতীয়রা ঘুরে দেখতে পারেন গোটা দেশ। ইরানের গ্র্যান্ড ফাইভ স্টার হোটেলে থাকতে গেলে প্রতিদিন গড়ে খরচ করতে হয় ৭ হাজার টাকা মতো।

Don't mistake in your working life Saving tips.

মিডিয়াম রেঞ্জের ফাইভ স্টার হোটেলে থাকার খরচ প্রতিদিন ২০০০-৪০০০ টাকার আশেপাশে। বিশ্বের প্রাচীনতম মুদ্রাগুলির অন্যতম ইরানের রিয়াল। ১৭৯৮ সালে ইরানের মুদ্রা প্রবর্তিত হয়। তবে ২০১২ সাল থেকে আন্তর্জাতিক বাজারে ব্যাপকভাবে হ্রাস পেতে থাকে ইরানের মুদ্রার দাম। পাশাপাশি দেশটিতে সর্বোচ্চ মুদ্রাস্ফীতির সাথেই দাম বৃদ্ধি পেয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর