‘কেউ বেঁচে নেই’! হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত ইরানের প্রেসিডেন্ট ও বিদেশমন্ত্রী

বাংলা হান্ট ডেস্ক: ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় (Helicopter Crash) প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে ইরানের প্রেসিডেন্ট (Iran president) ইব্রাহিম রাইসি এবং বিদেশমন্ত্রী (Foreign Minister) হোসাইন আমিরাবদোল্লাহিয়ান-র। এপ্রসঙ্গে সেদেশের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ-র পক্ষ থেকে জানানো হয়েছে, হেলিকপ্টারের ধ্বংসাবশেষের কাছে ‘প্রাণের অস্তিত্বের কোনও সন্ধান মেলেনি’।

কিন্তু প্রশ্ন উঠছে কিভাবে ঘটে গেল এত বড় দুর্ঘটনা? জানা যাচ্ছে রবিবার আজারবাইজান-ইরান সীমান্তে একটি বাঁধ উদ্বোধন করতে গিয়েছিলেন সেদেশের প্রেসিডেন্ট। সেখান থেকেই তেহরান ফেরার সময় আচমকাই উত্তর-পশ্চিম ইরানের জোলফার পাহাড়ি অঞ্চলে ভেঙে পড়ে রাইসির হেলিকপ্টারটি।

আর তারপর থেকে এখনও পর্যন্ত নিখোঁজ ইরানের প্রেসিডেন্ট এবং বিদেশমন্ত্রীর কোনো খোঁজ না মেলায় এবং সেদেশের সংবাদ সংস্থার তরফে দেওয়া তথ্য প্রকাশ্যে আসার পর থেকে তাঁদের মৃত্যু হয়েছে বলেই মনে করা হচ্ছে।

সেই দুর্ঘটনার খবর মিলতেই রীতিমতো শোকের ছায়া গোটা বিশ্বের রাজনৈতিক মহলে। ইরানের প্রতি এদিন সমবেদনা জানিয়ে সোশ্যাল মিডিয়ার পোস্ট করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট নিখোঁজ হওয়ার খবর পাওয়ার সাথে সাথেই জরুরি বৈঠকে বসে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

আরও পড়ুন: পুলওয়ামা হামলার পর ব্যবসা প্রভাবিত হওয়ায় ভারতের দিকেই আঙুল তুলল পাকিস্তান! জানাল….

মিডিয়া রিপোর্ট অনুযায়ী খবর আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে যৌথভাবে সীমান্ত এলাকায় একটি বাঁধ উদ্বোধন সেরে তেহরানে ফিরছিলেন রাইসি এবং আমিরাবদোল্লাহিয়ান। সূত্রের খবর, উড়ান শুরুর ৩০ মিনিট পরেই নাকি ঘন মেঘের মাঝে হারিয়ে যায় রাইসির হেলিকপ্টার। এদিন ইরানের প্রেসিডেন্টের ওই কনভয়তে মোট তিনটি হেলিকপ্টার ছিল।

তবে বাকি দুটি হেলিকপ্টারের কোনো ক্ষতি হয়নি। জানা যাচ্ছে দুর্ঘটনার পর খারাপ আবহাওয়া ও তুষারপাতের কারণে দুর্ঘটনাস্থলে পৌঁছতে অনেক সময় লেগে যায় উদ্ধারকারী দলের। তবে পরে ইরানের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে উদ্ধারকাজে সাহায্য করে রাশিয়া।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর