বাংলাহান্ট ডেস্ক : নূপুর শর্মার বক্তব্য ঘিরে এই মুহুর্তে সরগরম ভারতীয় রাজনীতি। বিজেপিতে তাঁর সদস্যপদ ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে। তাঁর বক্তব্যের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে সর্বস্তরে। তবে এবার বিতর্ক ভারতের মধ্যে আর আটকে থাকল না। নূপুর শর্মার বক্তব্যের আঁচ ছড়িয়ে পড়েছে দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক স্তরেও।
ইরাকের ওয়াকফদের নিয়ে তৈরি সংসদীয় সমিতিতে নূপুর শর্মার বক্তব্যের তীব্র নিন্দা করা হয়। এর জবাবও দেওয়া হয় ভারতের পক্ষ থেকে। ইরাকে ভারতীয় দূতাবাসের তরফ থেকে বলা হয়, ‘বাগদাদে অবস্থিত ভারতীয় দূতাবাস ওয়াকফ এবং স্থানীয় অধিবাসিদের নিয়ে তৈরি সংসদীয় সমিতির করা অপমানজনক ট্যুইটকে পর্যবেক্ষন করেছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, ওই ব্যক্তির বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কার্যকলাপের কোনও যোগাযোগ নেই। ভারত সরকার এই মতবাদে বিশ্বাসও করে না। আমরা সকল ধর্মকে সম্মান এবং শ্রদ্ধা করি। অপমানজনক কথা বলার অপরাধে ওই ব্যক্তির বিরুদ্ধে ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে প্রশাসন। ভারত ইরাক সম্পর্ককে খারাপ করার জন্য কিছু স্বার্থপর মানুষ এই বিষয়ে ক্রমাগত উস্কানি দিয়ে যাচ্ছে। আমাদের উচিত এই জাতীয় সমস্যার বিরুদ্ধে একসঙ্গে লড়াই করা।’
In response to a statement issued by Parliamentary Committee on Awqaf and Tribals of Iraq on an offensive tweet in India, the Spokesperson of the Embassy of India in Iraq said: pic.twitter.com/wdJN72zxVs
— India In Iraq (@EI_Baghdad) June 6, 2022
সম্প্রতি জ্ঞানবাপী মসজিদ বিতর্ক নিয়ে পয়গম্বর মহম্মদকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন বিজেপি-র মুখপাত্র নূপুর শর্মা। এরপরেই উত্তরপ্রদেশে একের পর এক গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটে। নূপুরের এহেন মন্তব্যের কারণেই হামলা হয়েছে বলে অভিযোগ ওঠে। আর তারপরেই দেশজুড়ে বিতর্কের ঝড় ওঠে। যে ঝড়ের আঁচ পড়ে মধ্যপ্রাচ্যে এই ঘটনায় একাধিক মুসলিম দেশ থেকে ভারতীয় পণ্য বয়কটেরও ডাক দেওয়া হয়।
এই ঘটনায় দেশের একাধিক থানায় নূপুর শর্মার বিরুদ্ধে দায়ের করা হয় এফআইআর। এই আবহে রাশ টানতে রবিবার বেলার দিকে দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অরুণ সিংহের স্বাক্ষর করা এক বিবৃতি প্রকাশ করে বিজেপি। যেখানে বলা হয়েছে, ‘ভারতের ইতিহাসে হাজার হাজার বছর ধরে সব ধর্ম একসঙ্গে বিকশিত হয়েছে। বিজেপি সব ধর্মকে সম্মান করে। এভাবে কোনও ধর্ম বা ধর্মীয় ব্যক্তির প্রতি অসম্মানজনক মন্তব্য করার তীব্র নিন্দা করছে বিজেপি। বিজেপি কখনই এই ধরনের পক্ষপাতদুষ্ট কার্যকলাপকে প্রশ্রয় দেয় না ।’