Indian Railways: বৈষ্ণোদেবী পুণ্যার্থীদের জন্য বিশেষ উদ্যোগ রেলের, নয়া উপহার দিতে চলেছে IRCTC

   

বাংলাহান্ট ডেস্ক : সাম্প্রতিককালে বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণের জন্য ভারতীয় রেল বিশেষ উদ্যোগ নিয়েছে। তাছাড়াও বিভিন্ন উৎসবের আগে পুণ্যার্থীদের লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য বিশেষ ট্রেন ও ট্যুর প্যাকেজের বন্দোবস্ত করেছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। বৈষ্ণোদেবীর দরবারে যাওয়া লক্ষাধিক ভক্তকে আবারও সুখবর দিল ভারতীয় রেল।

রেলওয়ের সাবসিডিয়ারি ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) যাত্রীদের সুবিধার্থে কাটরা পর্যন্ত ‘নবরাত্রি স্পেশাল ট্যুরিস্ট ট্রেন’ চালানোর ঘোষণা করেছে। এবার IRCTC-এর তরফে ভারত গৌরব যাত্রার অধীনে নবরাত্রির পবিত্র দিনে দুটি বিশেষ এসি ট্রেন চালানো হবে।

প্রথমটি 25 থেকে 29 সেপ্টেম্বর এবং দ্বিতীয়টি 29 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত চলবে। এই ট্রেনটি দিল্লির সফদরজং রেলওয়ে স্টেশন থেকে শুরু হবে এবং কাটরা পর্যন্ত যাবে। এছাড়াও, রেলওয়ে পুণ্যার্থীদের জন্য একটি ট্যুর প্যাকেজও চালু করেছে, যেখানে থাকা, খাবার এবং ভ্রমণের ব্যবস্থা থাকবে। এই ট্যুর প্যাকেজ হবে ৫ দিন ৪ রাতের।Untitled design 2022 06 11T110955.334

নবরাত্রির বিশেষ মাতা বৈষ্ণোদেবী যাত্রা ট্যুর প্যাকেজ পাঁচ দিন ও চার রাতের হবে।নয়াদিল্লির সফদরজং রেলওয়ে স্টেশন থেকে এই ট্রেন ছাড়বে।আপনি IRCTC এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ট্যুর বুক করতে পারেন। এসি ক্লাসের এই ট্যুর প্যাকেজের জন্য 13790 টাকা দিতে হবে সিঙ্গেল শেয়ারিংয়ের জন্য। ডাবল/ট্রিপল শেয়ারিংয়ের জন্য 11,990 টাকা দিতে হবে। এছাড়াও 5 থেকে 11 বছরের শিশুদের জন্য 10,795 টাকা দিতে হবে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর