এবার জলের দরে হয়ে যাক রাজস্থান সফর! সঙ্গে থাকছে আরোও ৩ জায়গা, দুর্দান্ত প্যাকেজ IRCTC’র

Published On:

বাংলাহান্ট ডেস্ক : শীত পড়তে শুরু করে দিয়েছে। ডিসেম্বর মাসে পাকাপাকিভাবে দেশে প্রবেশ করবে শীতল আবহাওয়া। এই সময়টাতে আমাদের সবার মন থাকে ফুরফুরে। শীতের সময় কয়েকটা দিন বাইরে ঘুরতে না গেলেই নয়! আসলে বছরের অন্যান্য সময় এত মনোরম আবহাওয়া তো আমাদের দেশে পাওয়া যায় না, তাই অনেকেই শীতের মরশুম পুরোদমে উপভোগ করতে তৈরি হয়ে থাকেন।

thar desert

আপনিও কি এই শীতে ঘুরতে যেতে চাইছেন? তাহলে আপনার জন্য আকর্ষণীয় কিছু ট্যুর প্যাকেজ নিয়ে এসেছে IRCTC। IRCTC ডিসেম্বরের জন্য আকর্ষণীয় একটি সাশ্রয়ী ট্যুর প্যাকেজ লঞ্চ করেছে। টিকিট বুকিং থেকে হোটেল বুকিং, এই প্যাকেজে অন্তর্ভুক্ত রয়েছে সবই। শুধুমাত্র আইআরসিটিসির একটি টিকিট বুক করে আপনি বেরিয়ে পড়তে পারেন ভ্রমণে।

আরোও পড়ুন : মাধ্যমিক পরীক্ষার আগেই আসছে নতুন বই! সিলেবাসে হচ্ছে বদল? কি জানাল মধ্যশিক্ষা পর্ষদ?

আগামী ১২ ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এই ট্যুর। উদয়পুর, কুম্ভলগড় এবং মাউন্ট আবু ভ্রমণ করা যাবে এই ট্যুর প্যাকেজে। দিল্লি থেকে শুরু হবে এই ট্যুরের যাত্রা। ৪ রাত ৫ দিনের এই ট্যুরের সময়কাল ১৭ ই ডিসেম্বর পর্যন্ত। IRCTC এর দেওয়া তথ্য অনুযায়ী, ৩৯৪০০ টাকা দুজনের জনপ্রতি খরচ পড়বে। ৩৭৭০০ টাকা খরচ পড়বে তিন জনের জন্য জনপ্রতি হিসাবে।

আরোও পড়ুন : ৩৫০ টাকার জন্য ১০০ বার কোপ, মৃতদেহের উপর উদ্দাম নাচ! কিশোরের তাণ্ডবে কাঁপছে দিল্লি

তবে আপনি যদি একা ভ্রমণ করতে চান তাহলে খরচ করতে হবে ৪৮১০০ টাকা।  ৫ থেকে ১১ বছরের শিশুদের জন্য বিছানাসহ খরচ পড়বে জনপ্রতি ৩২৬০০ টাকা। আর বিছানা ছাড়া খরচ পড়বে ৩১৯০০ টাকা। ২৫৯০০ টাকা খরচ হবে দুই থেকে চার বছর বয়সী শিশুদের জন্য। অন্যদিকে, গ্যাংটক ও দার্জিলিং ভ্রমণ এর ৬ দিনের একটি ট্যুর প্যাকেজ রয়েছে যেটি শুরু হবে আগামী ১লা ডিসেম্বর থেকে।

এই প্যাকেজে ঘোরানো হবে দার্জিলিং, গ্যাংটক, কালিম্পং। এছাড়াও আগামী ৬ ডিসেম্বর থেকে শুরু হবে রয়্যাল রাজস্থান এক্স ভোপাল ট্যুর প্যাকেজ।  ৯ দিন এবং ৮ রাতের এই প্যাকেজে ঘুরতে পারবেন ফতেপুর সিক্রি, জয়পুর, বিকানির, জয়সলমীর, জোধপুর এবং উদয়পুর। একা ভ্রমণ করলে এই প্যাকেজে খরচ পড়বে ৫৮ হাজার ৫০০ টাকা।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X