কনফার্ম টিকিট ক্যান্সেল করলেই সব শেষ! কাঁড়ি কাঁড়ি টাকা গুণতে হবে যাত্রীদের, কড়া হচ্ছে IRCTC

বাংলাহান্ট ডেস্ক : ব্রিটিশরা বাণিজ্যিক কারণে ভারতে রেল ব্যবস্থার সূচনা করে। তারপর ধীরে ধীরে ভারতের প্রত্যেকটি সাধারণ মানুষের কাছে পরিবহণের অন্যতম সেরা মাধ্যম হয়ে উঠেছে ভারতীয় রেল। বর্তমানে ভারতীয় রেল আমাদের দেশের যাতায়াত ব্যবস্থার মেরুদন্ড। স্কুল-কলেজ থেকে অফিস, অথবা ঘুরতে যাওয়া, সাধারণ মানুষের কাছে ভরসার অন্যতম নাম রেল।

আমরা সবাই জানি দূরপাল্লার ট্রেনে যাতায়াতের জন্য আগে থেকে ট্রেনের টিকিট বুকিং করে রাখতে হয়। তবে অনেক সময় বিভিন্ন কারণে আমরা সেই টিকিট বাতিল করতে বাধ্য হই। কিন্তু কনফার্ম টিকিট বাতিল হলে আইআরসিটিসি কেটে নেয় মোটা অংকের জরিমানা। কনফার্ম টিকিট যদি বাতিল করেন তাহলে কত টাকা জরিমানা দিতে হবে আপনাকে?

আরোও পড়ুন : এবার ‘মেক ইন ইন্ডিয়া’ বাড়ি তৈরি করবে Apple! সুবিধা পেতে চলেছেন প্রায় ৭৮ হাজার মানুষ

এই বিষয়ে অনেকেরই ধারণা নেই। সেই ব্যাপারে আজ আলোচনা করব এই প্রতিবেদনে। কোন শ্রেণীর টিকিট বাতিল করলে কত টাকা ক্যান্সলেশন ফি কাটা হবে তা জেনে নেব। কনফার্ম টিকিট বাতিল করতে হয় ট্রেন ছাড়ার ৪৮ ঘন্টা পূর্বে। এসি ফার্স্ট ক্লাস এবং এক্সিকিউটিভ ক্লাসের কনফার্ম টিকিট বাতিল করলে জরিমানা দিতে হয় ২৪০ টাকা।

Now the money will be refunded within 1 hour of cancelling the ticket

সেকেন্ড ক্লাস এসির টিকিট বাতিল করলে জরিমানা কাটা হয় ২০০ টাকা করে। থার্ড এসি চেয়ার বা থার্ড এসি ইকোনমির টিকিট বাতিল করলে আপনাকে জরিমানা দিতে হবে ১৮০ টাকা। স্লিপার ক্লাসের কনফার্ম টিকিট ক্যানসেল করলে ১২০ টাকা ক্যান্সেলেশন ফি কাটা হয়। অন্যদিকে ৬০ টাকা ক্যান্সেলেশন ফি কাটা হয় দ্বিতীয় শ্রেণীর ট্রেনের টিকিট বাতিল করলে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর