T20 বিশ্বকাপে খেলবেন বিরাট? রাখঢাক না রেখে জানিয়েই দিলেন BCCI নির্বাচক

বাংলা হান্ট ডেস্ক : তিনি খেলবেন নাকি খেলবেন না তাই নিয়ে নানান কথা উঠছে সোশ্যাল মিডিয়াতে। কিন্তু শেষমেষ সেই নিয়ে কিছু ভালো খবর এসেছে। কথা হচ্ছে T20 World Cup এবং বিরাট কোহলিকে (Virat Kohli) নিয়ে। তার না খেলার রিপোর্ট সামনে আসে হঠাতই, তখন থেকেই শুরু হয়ে যায় নানান জল্পনা কল্পনা। এদিকে ক্রিকেটে অভিষেকের পর থেকে কোনো ICC টুর্নামেন্ট মিস করেননি তিনি। তাহলে এবার কি হবে তাই নিয়ে ধন্ধে ছিলেন ভক্তরা।

তার না যাওয়ার অন্যতম কারণ হতে পারে গত 2022 এর নভেম্বর থেকে এখনো অবধি মাত্র 2টি T20 ম্যাচ খেলেছেন ভারতের হয়ে। তাই এই নিয়ে কথা শুরু হয়। এদিকে এপ্রিলের শেষ সপ্তাহ থেকে মে’র শুরুতেই দল বাছাই করতে হবে। বিভিন্ন রিপোর্ট জানাচ্ছে আসন্ন T20 বিশ্বকাপে কোহলির স্থান পাকা। নির্বাচক অজিত আগারকারের বিবৃতিতে তা বেশ স্পষ্ট হয়ে যায়। কি বললেন তিনি? চলুন তাও জেনে নেওয়া যাক।

এক পডকাস্টে অজিত বলেন, “বিরাটের দিকে তাকান। তিনি সেই সমস্ত খেলোয়াড়দের মধ্যে একজন যিনি খেলাতে মানদণ্ড তৈরি করেছেন। তার 10-15 বছরের ক্যারিয়ারে মধ্যে তিনি আরো বেশি ফিট হয়ে উঠেছেন। আর তার ফলাফলও আপনি হাতেনাতে দেখতে পাচ্ছেন। বিরাট বাকিদের সামনে উদাহরণ তৈরি করেছেন। সময়ের সাথে সাথে প্রয়োজনীয় ফিটনেস স্তর আরো উন্নত হয়েছে। BCCI তার সমস্ত একাডেমিগুলির সাথেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, সেখানে অনেক দ্রুত শিখতে পারেন আপনি।”

আরও পড়ুন : রোহিত থেকে রিঙ্কু, প্রকাশ্যে এল T20 বিশ্বকাপের সম্ভাব্য একাদশের তালিকা

এখানে উল্লেখ্য যে, বিরাট কোহলির স্ট্রাইক রেটের কারণে তার T20 পথের জার্নি নিয়ে নানান কথা উঠতে থাকে। RCB এর হয়ে দারুণ খেলছেন তিনি, পাঁচটি ম্যাচে 105 এর গড় সহ 316 রান করেছেন তিনি। তবে তার স্ট্রাইক রেট রয়েছে 146, এই নিয়ে চিন্তা রয়েছে নির্বাচকদের। চলতি আইপিএলে তিনিই প্রথম সেঞ্চুরি করেন, যদিও উল্টো দিকের জস বাটলার সেঞ্চুরি করে হারিয়ে দেন RCB কে।

wasim jaffer virat kohli t20 world cup d

টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলির অংশগ্রহণকে ঘিরে বিতর্ক ওঠার কারণ রবি শাস্ত্রী এবং কেভিন পিটারসেন। দুইজনেই দলে তার জায়গা নিয়ে প্রশ্ন তোলেন। তবে দুইখানা অর্ধশতক এবং একটি সেঞ্চুরি করে তাদের যোগ্য জবাব দিয়েছেন কোহলি।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর