বাংলাহান্ট ডেস্ক : এবার হবে সাধ্যের মধ্যে সাধ পূরণ। মধ্যবিত্ত মানুষদের কথা চিন্তা করে এবার খুব কম টাকায় ট্যুর প্যাকেজ নিয়ে আসল ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি) (IRCTC)। এসি ট্রেনে ভ্রমণ থেকে শুরু করে ফাইভ স্টার হোটেলে থাকা-খাওয়া, এসব কিছুই মাত্র ১৭০০ টাকায়।
ধামাকাদার প্যাকেজ আনল IRCTC
বৈষ্ণোদেবী (Vaishnodevi Temple) দর্শনের সাথে থাকবে জম্মু ও কাশ্মীর ঘুরে দেখারও সুযোগ। তিন রাত ও চার দিনের এই প্যাকেজের যাত্রা শুরু হবে ২৪শে ডিসেম্বর দিল্লি থেকে। দিল্লি থেকে ২৪ তারিখ ছাড়বে ট্রেন। বল যেতেই পারে ক্রিসমাসের আগে এক অনন্য ছুটি উপভোগ করার সুবর্ণ সুযোগ করে দিচ্ছে আইআরসিটিসি (IRCTC)।
প্যাকেজের (Package) মধ্যে অন্তর্ভুক্ত থাকবে ট্রেন ভাড়া থেকে থাকা-খাওয়া সবকিছুই। অতিথিদের জন্য থাকার ব্যবস্থা করা হবে ফাইভ স্টার হোটেলে। ফাইভ স্টার হোটেলে থাকার খরচ অবশ্য আলাদা ভাবে দিতে হবে। হোটেলের একটি রুমে তিনজন একসাথে থাকলে খরচ করতে হবে ৬,৭৯৫ টাকা। হিসাব অনুযায়ী মাথাপিছু খরচ পড়ছে মাত্র ১৭০০ টাকা।
আরোও পড়ুন : মুর্শিদাবাদে মাদ্রাসার আড়ালে নাশকতার ছক! বাংলাদেশি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ধৃত আব্বাস আলি
দুজন একসাথে থাকতে চাইলে মোট খরচ পড়বে ৭,৮৫৫ টাকা। ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য আলাদা বিছানা প্রয়োজন হলে খরচ পড়বে ৬,১৬০ টাকা। তবে বিছানা ছাড়া অতিরিক্ত খরচ করতে হবে ৫,১৪৫ টাকা করে। আইআরসিটিসি এই ট্যুরের যাত্রা শুরু করবে দিল্লি থেকে। ২৪ ডিসেম্বর রাত ৮.৪০ মিনিটে নয়া দিল্লি থেকে ছাড়বে ট্রেন। সেটি জম্মু পৌঁছাবে পরের দিন সকাল ৫টায়।
আরোও পড়ুন : নববর্ষের উপহার! এই প্রকল্পে আরও ১০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য! ধন্য ধন্য করছে সকলে
স্টেশনের বাইরেই থাকবে গাড়ির ব্যবস্থা। গাড়িতে করে যাত্রীদের নিয়ে যাওয়া হবে কাটরা। সেখানে সরস্বতী ভবনে যাত্রীদের দেওয়া হবে ট্রাভেলস স্লিপ। তারপর যাত্রীরা যাবেন হোটেলে। ব্রেকফাস্ট সেরে শুরু হবে ভ্রমণ। প্রথমে গাড়ি করে যাওয়া হবে বনগঙ্গায়। সেখান থেকে ঘোড়ায় বা পায়ে হেঁটে উঠতে হবে পাহাড়ে। তারপর রাত্রিবেলা ফিরে আসা হবে হোটেলে।
পরের দিন দুপুর ১২টায় চেক আউট করে বাসে করে নিয়ে যাওয়া হবে জম্মু। সেখানে ঘুরিয়ে দেখানো হবে কান্দ কান্দোলি, রঘুরাজজি মন্দির এবং বাগ বাহু গার্ডেন সহ সাইটের দৃশ্য। সন্ধ্যেবেলা নামিয়ে দেওয়া হবে জম্মু স্টেশনে। সেখান থেকে যাত্রীরা ধরতে পারবেন রাত ৯.৪৫ মিনিটে রাজধানী এক্সপ্রেস। যাত্রার চতুর্থ দিন ভোর ৫.৫৫ মিনিটে দিল্লি ফিরে শেষ হবে ট্যুর।