খরচ মাত্র ১৯৩০ টাকা! তিরুপতি মন্দির দর্শনের জন্য বাম্পার প্যাকেজ IRCTC-র

বাংলা হান্ট ডেস্ক: তিরুপতি বালাজি মন্দিরে (Tirupati Balaji Temple) প্রতি বছরই প্রচুর সংখ্যক ভক্ত আসেন। এমতাবস্থায়, আপনিও যদি তিরুপতি বালাজি মন্দিরে যাওয়ার জন্য পরিকল্পনা করে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য রয়েছে দুর্দান্ত সুখবর! ইতিমধ্যেই IRCTC নিয়ে এসেছে দারুণ একটি ট্যুর প্যাকেজ। এই প্যাকেজের অধীনে আপনি তিরুপতি বালাজি মন্দিরে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, তিরুপতি বালাজি মন্দিরটি অন্ধ্রপ্রদেশের চিত্তুরে অবস্থিত। সেখানকার ভেঙ্কটেশ্বর মন্দিরটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছে। এই মন্দিরটি তৈরি করা হয়েছে তিরুমালা পর্বতে। পাশাপাশি, সেখানে আপনি আরও একাধিক মন্দির দেখতে পাবেন।

এমন পরিস্থিতিতে আপনি যদি এই পবিত্র স্থানটিতে যেতে চান সেক্ষেত্রে IRCTC-র সাথে তিরুপতি মন্দির দেখার এই সুযোগ মিস করবেন না। এই প্যাকেজে বিভিন্ন সুবিধা উপলব্ধ রয়েছে। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

প্রথমেই জানিয়ে রাখি যে, IRCTC-র এই ট্যুর প্যাকেজটি আগামী ১২ জুন বেঙ্গালুরু থেকে শুরু হচ্ছে। এই প্যাকেজের মাধ্যমে আপনি পাচ্ছেন মোট ১ রাত ২ দিনের ভ্রমণের সুযোগ।

এছাড়াও, এই প্যাকেজের আওতায় থাকছে বাসে ভ্রমণের সুযোগ। বেঙ্গালুরু শহর থেকে রাত সাড়ে ন’টায় ছাড়বে এই বাস। প্যাকেজের অংশ হিসেবে আপনাকে তিরুচানুর এবং তিরুমালায় নিয়ে যাওয়া হবে।

Tirumala 090615 1

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, IRCTC-র সাথে ভ্রমণ করার সময় আপনি কোনো প্রকার ঝামেলার সম্মুখীন হবেন না। IRCTC এই ভ্রমণকালে আপনার খাওয়া-দাওয়া এবং থাকার জন্য সম্পূর্ণ ব্যবস্থা করবে। অন্যদিকে, আমরা যদি খরচের দিকটি দেখি সেক্ষেত্রে আপনি যদি একা ভ্রমণ করেন তাহলে আপনার খরচ হবে মাত্র ১,৯৩০ টাকা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর