বাংলা হান্ট নিউজ ডেস্ক: বর্তমানে ভারতীয় দলের কাছে খুব কম এমন বোলার আছেন যারা ঘন্টায় ১৪৫ কিলোমিটারের বেশি গতিবেগে বোলিং করতে পারে। তার মধ্যে যিনি প্রধান, সেই যশপ্রীত বুমরা চোটের জন্য আপাতত ভারতীয় দলের বাইরে। দীর্ঘদিন ধরেই চোটের কারণে মাঠে নামা হচ্ছে না তারকা ভারতীয় পেসারের। তার অভাব আইসিসি টুর্নামেন্ট গুলিতে এবং এশিয়া কাপে ভালোই অনুভব করতে হবে ভারতকে।
অপরজন যিনি নিয়মিত ঘন্টায় ১৪৫ কিলোমিটারের বেশি গতিবেগে বোলিং করতে পারেন, তিনি হলেন উমরান মালিক। তার গতি দিয়ে তিনি গোটা ক্রিকেট বিশ্বকে ইতিমধ্যেই মুগ্ধ করে দিয়েছেন। বিশ্বের বড় বড় তারকা ফাস্ট বোলারের গতিকে ছাড়িয়ে গিয়েছেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে তিনি বল হাতে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন।
কিন্তু এই দুজন ছাড়া ভারতের হাতে আর বাকি যে পেসাররা রয়েছেন তারা এত গতিশীল নন। অন্যান্য দেশের মতো একাধিক এক্সপ্রেস গতির বোলার নেই ভারতের হাতে। কিন্তু এবার সেই অভাব হয়তো মিটতে চলেছে। সম্প্রতি জম্বু কাশ্মীরের আরও এক পেসারের সন্ধান পাওয়া গেছে যিনি নিজের গতি দিয়ে প্রতিপক্ষের ব্যাটারদের সমস্যায় ফেলার ক্ষমতা রাখেন।
তরুণ এই পেসারের নাম ওয়াসিম বশির। তার প্রতি সকলের নজর আকৃষ্ট করেছেন প্রাক্তন ভারতীয় বাঁ-হাতি সুইং বোলার ইরফান পাঠান। তার টুইট করা একটি ভিডিওতে এই পেসারকে প্রতিপক্ষ ব্যাটারদের মাথা লক্ষ্য করে বাউন্সার মারতে এবং তাদের অস্বস্তিতে ফেলতে দেখা গিয়েছে।
Next 150kmph from Kashmir!
Are there more Umran Maliks in J&K? Yes, this is Waseem Bashir, a 22-year-old pacer from Kashmir, who probably bowls over 145kmph (could even be 150kmph+)!
He is a part of the J&K U-25 team and has been scaring batters with pace! #IPL teams take note pic.twitter.com/0ijkDt21xh— Mohsin Kamal (@64MohsinKamal) November 17, 2022
ভিডিওটি শেয়ার করে ইরফান পাঠান লিখেছেন, “কাশ্মীর থেকে আবারও একজন ১৫০+ গতিবেগের বোলার। কাশ্মীরে কি তাহলে আরো উমরান মালিক রয়েছেন? এই তরুণ বোলারের নাম হল ওয়াসিম বশির এবং তিনি জম্বু কাশ্মীরের অনূর্ধ্ব ২৫ দলের অংশ। কোথায় যাচ্ছে তিনি নিজের গতি দিয়ে ক্রিকেটারদের মনে ভয় ধরিয়ে দিচ্ছেন?”