বাংলা হান্ট নিউজ ডেস্ক: নতুন বছরের শুরুতেই বিসিসিআই (BCCI) ভারতীয় দলকে (Team India) কিছু বিষয় স্পষ্ট করে দিয়েছিল সকলের সামনে। প্রথমত রোহিত শর্মাই (Rohit Sharma) এখন যে ভারতীয় দলের অধিনায়ক থাকছেন এবং তার সঙ্গে রাহুল দ্রাবিড়ই (Rahul Dravid) যে প্রধান কোচ হিসেবে কাজ করবেন অন্তত ওডিআই বিশ্বকাপ (ODI World Cup 2023) সেটা একেবারেই স্পষ্ট। আপাতত বিসিসিআইয়ের প্রধান নজর থাকছে আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final) এবং ওডিআই বিশ্বকাপের দিকে।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত দল হতাশ করলেও আপাতত টি-টোয়েন্টি ফরম্যাটের দিকে ফোকাস রাখছেন না তারা। তাই ভারতীয় দলের প্রধান তারকা ক্রিকেটাররা আপাতত ওই ফরম্যাটে অংশগ্রহণ করবেন না। আসন্ন ওডিআই বিশ্বকাপের জন্য বিশেষায় ইতিমধ্যে ২০ জন্য এমন ক্রিকেটারকে বেছেও ফেলেছেন যারা মূলত ওডিআই ফরমেটে অংশগ্রহণ করবেন এবং ভবিষ্যতে ওডিআই বিশ্বকাপের দল এই ২০ জন ক্রিকেটের মধ্যে থেকেই বেছে নেওয়া হবে।
কিন্তু এই ধারণার সঙ্গে একেবারেই একমত হতে পারছেন না ভারতের প্রাক্তন তারকা বাঁ-হাতি পেসার ইরফান পাঠান। তিনি মনে করেন যে বিশ্বকাপের এত আগে মাত্র ২০ জন ক্রিকেটারকে বেছে নিয়ে তাদের উপর ভিত্তি করে এগোনো কখনোই একটা সফল পরিকল্পনা হতে পারে না। নিজের ধারণার স্বপক্ষে যুক্তিও দিয়েছেন ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ক্রিকেটার।
ইরফান পাঠান বলেছেন, “বিশ্বকাপের জন্য এখনো বাকি রয়েছে ৯ মাস। তাহলে এত আগে কোন ২০ জন ক্রিকেটারকে নির্দিষ্ট করে এগুলো উচিত সেটা কিভাবে বোঝা যাচ্ছে। ৯ মাস অত্যন্ত দীর্ঘ সময়। চোট আঘাত থেকে শুরু করে খেলোয়াড়দের ফর্ম হারানো, একাধিক ঘটনা ঘটতে পারে এই সময়ের মধ্যে।”
পরিস্থিতির বিচার করলে দেখা যাবে ইরফান পাঠান খুব একটা ভুল কথা বলেননি। গত এক বছরে বুমরা, জাদেজা, দীপক চাহার, মহম্মদ শামি, অশ্বিন, রোহিত শর্মার মতো একাধিক ক্রিকেটারকে চোটের জন্য দীর্ঘ সময় মাঠের বাইরে কাটিয়ে ফিরে ফর্ম হারাতে দেখা গিয়েছে। এই বছরও এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটলে বিপাকে পড়তে পারে বিসিসিআই।