“এখনই হার্দিককে স্থায়ী অধিনায়ক ঘোষণা করে ঝুঁকি নেওয়ার দরকার নেই”, মন্তব্য ইরফান পাঠানের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আরও একটি আইসিসি প্রতিযোগিতা এবং আরও একবার হতাশ করলেও ভারতীয় দল। আশা জাগেও টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ জিততে ব্যর্থ হয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। খুব স্বাভাবিকভাবেই হতাশ ভারতীয় সমর্থকরা। অনেক ক্রিকেট বিশেষজ্ঞই এই ভারতীয় দলে বড় বড় পরিবর্তনের ডাক দিয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে যেভাবে লজ্জাজনকভাবে ১০ উইকেটে হার স্বীকার করতে হয়েছে ভারতকে তারপর কেউই আর চুপ করে থাকেননি।

প্রাক্তন ভারতীয় তারকা ওপেনার বীরেন্দ্র সেওবাগ স্পষ্ট করে বলে দিয়েছেন যে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে এই ভারতীয় দলের বেশ কিছু তারকাকে তিনি আর দেখতে চান না। তাদের বদলে এখন থেকেই নতুন মুখদের সুযোগ দেওয়ার কথা বলেছেন এই তারকা ক্রিকেটার। কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার এবং একসময় তার সতীর্থ অপেনাদের ভূমিকা পালন করা ক্রিস শ্রীকান্ত বলেছেন হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করার কথা।

Hardik vs pakistan

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হবে ২০২৪ সালে, ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে। সেই বিশ্বকাপের আগে থেকে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করে তরুণ ব্রিগেডকে তৈরি করে নেওয়ার পরামর্শ দিয়েছেন এই দুই প্রাক্তন ভারতীয় ওপেনার। আসন্ন নিউজিল্যান্ডের বিরুদ্ধে অ্যাওয়ে টি-টোয়েন্টি সিরিজে বড় বড় তারকাদের বিশ্রাম দিয়ে হার্দিককে অধিনায়ক করে যে তরুণ দল নিউজিল্যান্ডের মাটিতে পাঠানো হয়েছে তাদেরকে নিয়েই পরের বিশ্বকাপের জন্য পরিকল্পনা ছকে ফেলা হোক, এমনটা চেয়েছেন শ্রীকান্ত।

কিন্তু এই সম্ভাব্য সিদ্ধান্তের বিরুদ্ধ মত প্রকাশ করেছেন ইরফান পাঠান। তার প্রধান কারণ হিসেবে দলে হার্দিক পান্ডিয়ার ভূমিকাকে দেখিয়েছেন তিনি। এরফানের মতে হার্দিক পান্ডিয়া একজন ফাস্ট বোলিং অলরাউন্ডার যাকে বেশ কয়েকবার কেরিয়ারে চোট নিয়ে সমস্যায় ভুগতে দেখা গেছে। তাই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়ে হার্দিকের কাঁধে সমস্ত চাপ তুলে দিতে চান না ইরফান।

তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন, “অধিনায়ক বদলে ফেলেই যে যাবতীয় সমস্যার সমাধান করা যাবে, এমনটা নাও হতে পারে। হার্দিকের ব্যাপারটাও আপনাদের বুঝে দেখতে হবে। ও একজন পেস বোলিং অলরাউন্ডার। চোট-আঘাতের সমস্যায় ওকে বেশ কয়েকবার ভুগতে দেখা গিয়েছে। বিশ্বকাপের আগেই যদিও আচমকা চোট পেয়ে বসে তখন কি করা হবে! ওকে কেন্দ্র করে গড়া যাবতীয় পরিকল্পনা তখন বৃথা হয়ে যাবে। তাই আমার মতে এখনই অধিনায়ক নিয়ে নতুন কোন সিদ্ধান্ত না নিয়ে বরং ভারতের একটা ওপেনারদের গ্রুপ তৈরি করা দরকার। গোটা টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ওপেনিং সমস্যায় ভুগতে হয়েছিল।”


Reetabrata Deb

সম্পর্কিত খবর