বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের IPL (Indian Premier League)-এ মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) খুব একটা ছন্দে নেই। একদম প্রথম ম্যাচ থেকেই তাঁর পারফরম্যান্সের দিকে চোখ রয়েছে ক্রিকেটের কিংবদন্তিদের। পাশাপাশি, টিম ইন্ডিয়ার (India National Cricket Team) তারকা ক্রিকেটার ইরফান পাঠানও (Irfan Pathan) হার্দিকের পারফরম্যান্সে মোটেও খুশি নন।
এদিকে, IPL ২০২৪-এর পরেই সম্পন্ন হবে ICC T20 বিশ্বকাপ (ICC Men’s T20 World Cup)। যেটি আগামী ২ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকাতে সম্পন্ন হবে। ঠিক এই আবহেই ICC T20 বিশ্বকাপ ২০২৪-এর জন্য ইরফান পাঠান ১৫ সদস্যের ভারতীয় দল নির্বাচন করেছেন। তবে এতে এমন কিছু নাম রয়েছে যা অবাক করার মতো। উল্লেখ্য যে, ইরফান পাঠান হার্দিক পান্ডিয়ার সমালোচনা করলেও তাঁকে ১৫ জনের তালিকায় রেখেছেন।
ইরফান পাঠানের মতে, যশস্বী জয়সওয়ালের অধিনায়ক রোহিত শর্মার সাথে ইনিংস শুরু করা উচিত। পাশাপাশি, বিরাট কোহলির তিন নম্বরে ব্যাট করা উচিত। জানিয়ে রাখি যে, T20 বিশ্বকাপে বিরাট কোহলির রোহিত শর্মার সাথে ইনিংস শুরু করার বিষয়ে ইতিমধ্যেই তুমুল আলোচনা চলছে। এবার মতামত জানালেন ইরফান পাঠান।
আরও পড়ুন: বাংলাদেশ নয়, IPL-এই খেলতে ভালোবাসেন মুস্তাফিজুর! এবার বোমা ফাটালেন তাঁরই সতীর্থ
তবে, ইরফান পাঠানের ১৫ জন খেলোয়াড়ের তালিকায় সঞ্জু স্যামসন নেই। এদিকে, চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ও পাননি জায়গা। এছাড়াও, রিয়ান পরাগ, দীনেশ কার্তিক এবং আর অশ্বিনও এই ১৫ জন খেলোয়াড়ের মধ্যে স্থান পাননি। ইশান কিষাণ এবং শ্রেয়াস আইয়ারও এই তালিকায় নেই। তবে, স্থান পেয়েছেন রিঙ্কু সিং।
An #IncredibleStarcast icon, @IrfanPathan has picked his 15-member squad for #TeamIndia for the #ICCT20WorldCup!
Participate in the biggest opinion poll ever, on our social media handles till 1st May, and vote for the players who you believe will get a #VisaToWorldCup.
Stay… pic.twitter.com/NFTh5dWbvh
— Star Sports (@StarSportsIndia) April 24, 2024
এমতাবস্থায়, ইরফান পাঠান স্টার স্পোর্টসে এই ১৫ জন খেলোয়াড়ের নাম প্রকাশ করেছেন। তাঁরা হলেন,
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং এবং শুভমান গিল।