বাংলাহান্ট ডেস্ক : সম্প্রতি ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস’ (এডিআর)-এর রিপোর্ট পেশ হলো এবং তাতে উঠে এলো তিন বিজেপি নেতার (BJP leader) নাম। এঁদের মধ্যে কেউ কেউ বিজেপির সাথেই প্রথম থেকে যুক্ত, আবার কেউ অন্য দল থেকে এসে এই দলে যোগদান করেছেন। কিন্তু যাই হোক না কেন, তাঁরা ২০০৯ সালের লোকসভা ভোটের সময় থেকে ২০১৯-এর লোকসভা ভোটের (Loksabha Election) সময় পর্যন্ত মোট তিনবার যে লোকসভা ভোট অনুষ্ঠিত হয়েছে, তাতে বারবার বিভিন্ন রাজ্য থেকে নির্বাচিত হয়েছেন।
সূত্রের খবর অনুযায়ী, তাঁদের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৭১। আর এই দশ বছরে বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে তাঁদের মোট সম্পত্তির পরিমাণ, তাঁদের সম্পত্তির গড় বৃদ্ধির পরিমাণ প্রায় ২৮৬%। সংবাদ সূত্র এবং এডিআর-এর রিপোর্ট অনুযায়ী এই দশ বছরে যেসব বিজেপি নেতারা লাভবান হয়েছেন, তাঁদের মধ্যে প্রথম স্থান দখল করেছেন কর্নাটকের বিজেপি সাংসদ রমেশ চন্দ্রাপ্পা জিগাজিনাগি যিনি ২০১৬ সাল থেকে কেন্দ্রীয় মন্ত্রীর কাজ করছেন।
২০০৯ সালের সমীক্ষা অনুযায়ী তাঁর মোট সম্পত্তির পরিমাণ ছিল ১ কোটি ১৮ লক্ষ টাকা। দশ বছর পরে অর্থাৎ ২০১৯ সালে তাঁর সম্পত্তি বিপুল পরিমাণে বৃদ্ধি পায়, যার পরিমাণ ছিল ৫০ কোটি ৪১ লক্ষ টাকায়। অর্থাৎ তাঁর সম্পত্তির পরিমাণ বছরে ৪,১৮৯ গুণ বৃদ্ধি পেয়েছে। এই রিপোর্ট অনুযায়ী, যে মন্ত্রী দ্বিতীয় স্থান অধিকার করেছেন তিনি হলেন, কর্নাটক রাজ্যেরই বেঙ্গালুরু সেন্ট্রালের বিজেপি সাংসদ পিসি মোহন।
২০০৯ অনুযায়ী তাঁর মোট সম্পত্তির পরিমাণ ছিল ৫ কোটি ৩৭ লক্ষ টাকার, কিন্তু আগামী ১০ বছরে তা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৭৫ কোটি ৫৫ লক্ষ টাকায়। অর্থাৎ তাঁর মোট সম্পত্তি প্রায় ১,৩০৬ গুণ বেড়েছে। তৃতীয় স্থানে থাকা মন্ত্রী যদিও উত্তপ্রদেশের। তবে অবশ্যই বিজেপির। তিনি হলেন পিলিভিটের বিজেপি সাংসদ বরুণ গান্ধী। ২০০৯ অনুযায়ী তাঁর মোট সম্পত্তি ছিল, ৪ কোটি ৯২ লক্ষ। ২০১৯ অনুযায়ী তা বৃদ্ধি পেয়েছে ৬০ কোটি ৩২ লক্ষ টাকায়।