বাংলাহান্ট ডেস্ক: ফের দুঃসংবাদ ইরফান খানের (Irrfan Khan) বাড়িতে। গুরুতর অসুস্থ অভিনেতা। মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। এই মুহূর্তে তাঁকে আইসিইউতে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। গত শনিবার প্রয়াত হন ইরফানের মা। তারপর সোমবার রাতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, সোমবার হঠাৎ করেই স্বাস্থ্যের অবনতি হয় অভিনেতা। লকডাউনের মধ্যেই দ্রুত মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। জানা গিয়েছে স্ত্রী সুতপা শিকদার ও দুই ছেলে রয়েছে তাঁর সঙ্গে।
এন্ডোক্রিন ক্যান্সারে দীর্ঘদিন আক্রান্ত ছিলেন ইরফান। বিদেশে চলছিল তাঁর চিকিৎসা। চলতি বছরেই সুস্থ হয়ে দেশে ফেরেন তিনি। সুস্থ হয়ে ফের অভিনয় শুরু করেন তিনি। তবে এখনও বন্ধ হয়নি তাঁর চিকিৎসা। লকডাউনের আগেই মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘আংরেজি মিডিয়াম’। কিন্তু অসুস্থতার কারনে ছবির প্রিমিয়ারেও উপস্থিত থাকতে পারেননি তিনি।
প্রসঙ্গত, শনিবার সকালে জয়পুরে দেহাবসান হয় ইরফানের মা সইদা বেগমের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি। কিন্তু মায়ের মৃত্যুসংবাদ পেয়েও তাঁকে শেষ দেখা দেখতে পারেননি ইরফান। কারন তিনি রয়েছেন মুম্বইতে।
লকডাউনের মাঝে জয়পুর পৌঁছনো সম্ভব হয়নি তাঁর পক্ষে। তাই ভিডিও কলের মাধ্যমেই মাকে শেষ বিদায় জানান ইরফান। শনিবার সন্ধ্যায় রাজস্থানের চুঙ্গি নাকা কবরস্থানে শেষকৃত্য সম্পন্ন হয় সইদা বেগমের। উপস্থিত ছিলেন শুধুমাত্র অভিনেতার পরিবারের কয়েকজন সদস্য।