বাংলাহান্ট ডেস্ক : বলিউডে হঠাৎ করেই পদবী ত্যাগ করার হুজুগ। কিছুদিন আগেই বাবার ‘বব্বর’ পদবী ত্যাগ করেছেন রাজ বব্বর পুত্র প্রতীক। এখন তিনি পরিচিত প্রতীক স্মিতা পাটিল নামে। আর এবার একই রকম ইচ্ছা প্রকাশ করলেন প্রয়াত ইরফান খান পুত্র বাবিল খান (Babil Khan)। পিতৃসূত্রে পাওয়া খান পদবী ত্যাগ করতে চান তিনি। তাঁর এমন ইচ্ছার কথা প্রকাশ পেতেই আলোড়ন পড়েছে ইন্ডাস্ট্রিতে। কিন্তু হঠাৎ এমন ইচ্ছা কেন বাবিলের?
পদবী ত্যাগ করতে চান বাবিল খান (Babil Khan)
বলিউড তথা ভারতীয় ছবির অত্যন্ত প্রতিভাবান একজন অভিনেতা ছিলেন ইরফান খান। আন্তর্জাতিক চলচ্চিত্র মঞ্চেও নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি। কিন্তু অকালেই ক্যানসারের কাছে হার মানতে হয় তাঁকে। বাবিলও (Babil Khan) বাবার দেখানো পথেই পা রেখেছেন অভিনয়ে। ইতিমধ্যে বেশ নামও করেছেন তিনি। কিন্তু এবার বাবার পদবীই ত্যাগ করার কথা বলে বড় ধামাকা করেছেন বাবিল (Babil Khan)। তবে প্রতীকের মতো বাবার প্রতি ক্ষোভ থেকে নয়, বরং ইরফানের পথে হাঁটতে চেয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ইরফানের পরিবার পরিচয়: অনেকেই জানেন না, ইরফান খান ছিলেন রাজ পরিবারের সন্তান। ব্রিটিশ শাসিত ভারতে রাজস্থানের স্বায়ত্তশাসিত অঞ্চলের দায়িত্বে ছিলেন ইরফানের পূর্বপুরুষরা। তাঁর পুরো নাম ছিল শাহাবজাদে ইরফান খান। তবে অভিনয়ে পা রাখার সময় শাহাবজাদে উপাধি ত্যাগ করেন তিনি। এমনকি পরবর্তী কালে পদবীও তেমন ব্যবহার করতেন না ইরফান। একই পথে হাঁটতে চান বাবিল (Babil Khan)।
আরো পড়ুন : ‘ঘেন্না লাগে এদেশে থাকতে’, স্টেইনসের খুনি মুক্তি পাওয়ায় বিজেপিকে তুলোধনা কবীর সুমনের
কেন পদবী ত্যাগের সিদ্ধান্ত: তিনি বলেন, তাঁর ঠাকুরদাও বিলাসবহুল জীবন থেকে নিজেকে মুক্ত করেছিলেন। নয়তো এটা কোথাও গিয়ে ব্যক্তিত্বকে ধামাচাপা দেবে। তা না চাইলে বংশগৌরব থেকে নিজেকে মুক্ত করতে হবে। তিনি আরো বলেন, কোনো স্বার্থ চরিতার্থ করতে নয়, বরং নিজেকে খোঁজার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আরো পড়ুন : মহিলা কমরেডকে চূড়ান্ত অশ্লীল ইঙ্গিত! গুরুতর অভিযোগের মুখে সিপিএম নেতা বংশগোপাল চৌধুরী
প্রসঙ্গত, ‘কলা’ ছবির হাত ধরে অভিনয়ে পা রাখেন বাবিল খান (Babil Khan)। ইরফানের মৃত্যুর পরেই শুরু হয় তাঁর কেরিয়ার। এখনো পর্যন্ত তাঁর অভিনয় দক্ষতা বেশ প্রশংসিত হয়েছে। বর্তমানে লগআউট ওয়েব সিরিজে দেখা যাচ্ছে তাঁকে। জি ফাইভে সম্প্রচারিত হচ্ছে সিরিজটি।