প্রয়াত ইরফান খানের মা, লকডাউনের জেরে ভিডিও কলেই মাকে শেষ বিদায় ছেলের

বাংলাহান্ট ডেস্ক: লকডাউনের মাঝেই ফের শোক সংবাদ। প্রয়াত হলেন বলিউড অভিনেতা ইরফান খানের (Irrfan Khan) মা, সইদা বেগম। শনিবার সকালে জয়পুরে দেহাবসান হয় তাঁর। মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বার্ধক‍্যজনিত অসুখে ভুগছিলেন তিনি।

https cdn.cnn .com cnnnext dam assets 180316123439 irrfan khan file
কিন্তু মায়ের মৃত‍্যুসংবাদ পেয়েও তাঁকে শেষ দেখা দেখতে পারলেন না ছেলে ইরফান। কারণ অভিনেতা এই মুহূর্তে দেশের বাইরে রয়েছেন তিনি। সংবাদ মাধ‍্যম সূত্রে খবর লকডাউন শুরু হওয়ার আগেই মার্চের মাঝামাঝি সময়ে ক‍্যানসারের চিকিৎসা করানোর সূত্রে বিদেশে গিয়েছিলেন ইরফান। তারপর হঠাৎ করেই লকডাউন শুরু হয়ে যাওয়ায় সেখানেই আটকে পড়েন তিনি।

pjimage 4 1587888860
তবে বেশ কিছু সংবাদ মাধ‍্যমের দাবি বিদেশে নয় বরং দেশের মধ‍্যেই রয়েছেন ইরফান। তাদের দাবি মুম্বইতে রয়েছেন অভিনেতা। তবে তিনি বিদেশেই থাকুন বা দেশে লকডাউনের মাঝে জয়পুর পৌঁছনো সম্ভব হয়নি তাঁর পক্ষে। তাই ভিডিও কলের মাধ‍্যমেই মাকে শেষ বিদায় জানিয়েছেন ইরফান। শনিবার সন্ধ‍্যায় রাজস্থানের চুঙ্গি নাকা কবরস্থানে শেষকৃত‍্য সম্পন্ন হয় সইদা বেগমের। উপস্থিত ছিলছন শুধুমাত্র অভিনেতার পরিবারের কয়েকজন সদস‍্য।

রাজস্থানের টঙ্ক জেলার নবাব পরিবারের সদস‍্য ছিলেন ইরফানের মা সইদা বেগম। জয়পুরের বেনিয়াল কান্ত কৃষ্ণ কলোনিতেই থাকতেন তিনি। সেখানেই শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন তিনি। অভিনেতার বন্ধু পরিচালক সুজিত সরকার শোকপ্রকাশ করে বলেছেন, ‘খুবই দুঃখজনক ঘটনা। আমি ফোন করে কথা বলব ওর সঙ্গে।’
প্রসঙ্গত, ইরফান নিজেও এন্ডোক্রিন ক‍্যান্সারে আক্রান্ত ছিলেন দীর্ঘদিন। বিদেশে চলছিল তাঁর চিকিৎসা। তারপর সুস্থ হয়ে ফের অভিনয় শুরু করেন তিনি। লকডাউনের আগেই মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘আংরেজি মিডিয়াম’।

Niranjana Nag

সম্পর্কিত খবর