বাংলাহান্ট ডেস্ক: চলতি বছরের শুরুতেই খবর মিলেছিল মহাভারত নিয়ে বলিউডে তৈরি হতে চলেছে ছবি। ‘বাহুবলী’ খ্যাত পরিচালক এস এস রাজামৌলি রয়েছেন ছবির পরিচালনার দায়িত্বে। বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রির তারকাদের মেলবন্ধনে তৈরি হচ্ছে স্টারকাস্ট। আমির খান ও প্রভাসকে একই ফ্রেমে নিয়ে আসতে চলেছেন রাজামৌলি।
শোনা গিয়েছিল, যুধিষ্ঠিরের চরিত্রে দেখা যাবে অর্জুন রামপালকে। ভীম হচ্ছেন প্রভাস। অর্জুনের চরিত্রে অভিনয় করবেন ফারহান আখতার। দ্রৌপদীর ভূমিকায় দেখা যাবে দীপিকাকে। ভীষ্ম ও শ্রীকৃষ্ণের চরিত্রে দেখা যাবে যথাক্রমে অমিতাভ বচ্চন ও আমির খানকে (aamir khan)।
কর্ণ হচ্ছেন হৃতিক রোশন ও দুর্যোধন অজয় দেবগণ। জানা গিয়েছিল, প্রায় ১০০০ কোটি টাকার বাজেট নিয়ে তৈরি হতে চলেছে এই ছবি। এর আগে এত বিরাট বাজেটের ছবি তৈরি হয়নি ভারতীয় চলচ্চিত্রে। এবার নেটদুনিয়ায় ভাইরাল হল এই বহু প্রতীক্ষিত ছবির ট্রেলার।
সেখানে দেখা যাচ্ছে, বিদ্যুৎ জামওয়াল অভিনয় করতে চলেছেন নকুলের চরিত্রে এবং সহদেবের চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে। অভিষেক বচ্চন হচ্ছেন দুঃশাসন এবং দুর্যোধনের চরিত্রে অজয় দেবগণ। ট্রেলারটি পোস্ট হতেই হইচই পড়ে যায় নেটমহলে। আমিরের শ্রীকৃষ্ণের চরিত্রে অভিনয় নিয়ে আপত্তিও প্রকাশ করেছেন অনেকেই।
তবে একটু খেয়াল করলেই বোঝা যাবে এটি আদৌ আসল ট্রেলার নয়। এটি আসলে একটি ফ্যানমেড ট্রেলার। অভিনেতাদের মুখ এডিট করে তৈরি করা হয়েছে শ্রীকৃষ্ণ, ভীম, কর্ণ হিসেবে। উপরন্তু পরিচালক বা ছবির সম্ভাব্য অভিনেতা অভিনেত্রীদের তরফেও কোনো আপডেট মেলেনি ট্রেলার মুক্তি পাওয়া নিয়ে।
মহাভারতের পাশাপাশি রামায়ণ নিয়েও বলিউডে তৈরি হতে চলেছে ছবি। পরিচালক অলৌকিক দেশাইয়ের এই ছবির নাম ‘সীতা: দ্য ইনকারনেশন’। ছবিতে মূল চরিত্রে অভিনয় করবেন কঙ্গনা। দীর্ঘদিন ধরে এই ছবির নায়িকার জন্য খোঁজ চলছিল। প্রতিযোগিতায় ছিলেন করিনা কাপুর খান, দীপিকা পাডুকোনের মতো হেভিওয়েট অভিনেত্রীরা। কিন্তু শেষমেষ সবাইকে টেক্কা দিয়ে শেষ হাসি হাসলেন কঙ্গনাই।
সীতা ছবির পরিচালক অলৌকিক দেশাই কুইন অভিনেত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘সীতা আরম্ভ। বিশ্ব তাদের সাহায্য করে যারা বিশ্বাসের সঙ্গে আত্মসমর্পণ করে। যেটা একসময় কল্পনা ছিল সেটা এখন বাস্তব। একটি আধ্যাত্মিক চরিত্র যা কখনোই বিশ্লেষণ করা হয়নি সেটা এখন বাস্তবে পরিণত হতে চলেছে। সীতা দ্য ইনকারনেশনে কঙ্গনা রানাওয়াতকে সীতা রূপে আনতে পেরে আমি উত্তেজিত। যেভাবে আমরা পুরাণকে দেখে এসেছি এই আধ্যাত্মিক সফর সেটা বদলে দেবে।’