ভেঙে দু টুকরো বচ্চন পরিবার, অভিষেক-ঐশ্বর্যর পর এবার বিচ্ছেদের পথে অমিতাভ-জয়া?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বলিউডে কান পাতলে এখনো শোনা যায় অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চনের বিচ্ছেদের গুঞ্জন। কয়েক মাস আগেই বলিউড উত্তাল হয়েছিল দুই তারকার সংসার ভাঙার গুঞ্জনে। হঠাৎ করেই খবর ছড়িয়েছিল, তাঁরা নাকি আলাদা হয়ে যাচ্ছেন। উপরন্তু দুজনের ভিন্ন ভিন্ন ভাবে ক্যামেরাবন্দি হওয়া জল্পনা আরোই উসকে দিয়েছিল। এবার তালিকায় নাম উঠে এল অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এবং জয়া বচ্চনের। অর্ধশতক পার করে নাকি সংসার ভাঙছে তাঁদের!

বিচ্ছেদ হতে চলেছে অমিতাভ (Amitabh Bachchan) জয়ার?

বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় জুটি অমিতাভ (Amitabh Bachchan) জয়া। একাধিক কারণে তাঁদের জুটিটা আইকনিক হয়ে রয়েছে। দাম্পত্য জীবনে বহুবার বাধা বিপত্তি এসেছে। কিন্তু সেসব পার করেও একসঙ্গে রয়েছেন তাঁরা। সদ্য ৫০ বছর পূর্ণ করেছেন অমিতাভ (Amitabh Bachchan) জয়া। তারপরেই হঠাৎ বিচ্ছেদের গুঞ্জন। ব্যাপারটা কী?

Is amitabh bachchan and jaya bachchan getting a divorce

কী উত্তর দেন অভিনেত্রী: না, চমকে যাবেন না। এই গুঞ্জন এখনকার নয়, বরং দীর্ঘদিনের। বেশ কয়েক বছর আগে জয়ার এক হল্যান্ড নিবাসী অনুরাগী প্রশ্ন করেছিলেন তাঁকে, এটা নিয়ে এখনো আলোচনা হয় কিনা তিনি জানেন না। কিন্তু সম্প্রতি তিনি শুনেছেন, অমিতাভ (Amitabh Bachchan) নাকি তাঁকে ডিভোর্স দিয়েছেন। এটা কি সত্যি? উত্তরে জয়া বলেছিলেন, ব্যক্তিগত জীবন নিয়ে কোনো উত্তর তিনি দেবেন না। তবে ১৯৯৮ সালে ৩ রা জুন তাঁদের ২৫ তম বিবাহ বার্ষিকী হবে। সেদিন তাঁদের শুভেচ্ছা বার্তা পাঠাতে পারেন। তাঁদের দুজনকে একই বাড়িতে পাবেন। সম্প্রতি এই মন্তব্য নতুন করে চর্চায় উঠে আসতেই আবারো লাইমলাইটে এসেছে জয়া অমিতাভের (Amitabh Bachchan) দাম্পত্য জীবন।

আরো পড়ুন : বরফ গলছে সম্পর্কে! ৫ বছর পর পাকিস্তানের এই ‘বন্ধু’ দেশের সঙ্গে সরাসরি বিমান চালু হচ্ছে ভারতের

হঠাৎ করেই হয় বিয়ে: একসঙ্গে কাজ করতে করতেই পরস্পরের কাছাকাছি আসেন অমিতাভ (Amitabh Bachchan) জয়া। বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছিল দুজনের মধ্যে। তাঁদের লন্ডনে যাওয়ার কিছুদিন আগেই বিয়ে সারেন দুজনে। তারপরেই একসঙ্গে বন্ধুদের নিয়ে লন্ডন উড়ে যান তাঁরা। যদিও বলি পাড়ায় গুঞ্জন, বাবার কথায় জয়াকে তাড়াতাড়ি বিয়ে করলেও বিবাহিত অবস্থাতেই রেখার প্রেমে পড়েছিলেন অমিতাভ (Amitabh Bachchan)।

আরো পড়ুন : ‘বাড়িতে ঢুকে…’, সলমনের অ্যাপার্টমেন্টে ‘সার্জিক্যাল স্ট্রাইক’! ফের হুমকি পেলেন ভাইজান

রেখা অমিতাভের সম্পর্ক সর্বজনবিদিত হলেও কখনো আনুষ্ঠানিকভাবে এক হননি তাঁরা। নিজের সংসার শক্ত হাতে ধরে রেখেছিলেন জয়া। যদিও তাঁদের সম্পর্কের কথা কানে উঠেছিল জয়ারও। রেখার সঙ্গে নাম জড়ালেও একসঙ্গে ৫০ বছরেরও বেশি সময় কাটিয়ে দিয়েছেন অমিতাভ জয়া। সুখে দুঃখে পরস্পরের পাশে থেকেছেন দুজনে। ইন্ডাস্ট্রিতে দুজনের মজবুত বন্ধনের নিদর্শনও দেওয়া হয়। এমনকি অমিতাভ একবার স্বীকার করেছিলেন, স্ত্রীকে নাকি সমঝেই চলেন তিনি। সবথেকে বেশি ভয়ও তিনি পান জয়াকে।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X