নজর লাগল সুখের জীবনে! চার বছরের বিতর্কিত সম্পর্ক ভেঙে আলাদা হচ্ছে অর্জুন-মালাইকা?

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিপাড়ার ‘লভবার্ডস’ অর্জুন কাপুর (arjun kapoor) ও মালাইকা অরোরা (malaika arora)। সমাজের চোখরাঙানিকে বুড়ো আঙুল দেখিয়ে একে অপরের প্রেমে মজেছিলেন তাঁরা। দশ বছরেরও বেশি বয়সের পার্থক‍্য দুজনের মধ‍্যে। ভালবাসা দিয়ে সেই দূরত্ব ঘুচিয়েছিলেন অর্জুন মাল্লা। কিন্তু সেই ভালবাসায় নাকি সম্প্রতি ভাঙন ধরেছে। সম্পর্ক ভাঙার দিকে এগোচ্ছেন তারকা জুটি।

গুঞ্জন বলছে, দুজনের ব‍্যক্তিগত সম্পর্ক নাকি খুব একটা ভাল যাচ্ছে না। মালাইকার ঘনিষ্ঠ সূত্রের খবর, অনেকদিন হয়ে গিয়েছে একে অপরের সঙ্গে দেখা করেননি তাঁরা। বিষন্ন মালাইকা নিজেকে ঘরের মধ‍্যে বন্দি করে রেখেছেন। এমনকি কাপুর পরিবারের ডিনার পার্টিতেও যাননি তিনি। প্রায় এক সপ্তাহ ধরে নাকি স্বেচ্ছায় নির্বাসনে রয়েছেন মালাইকা। লোকজনের থেকে দূরত্ব বজায় রাখছেন তিনি।


সূত্রের খবর বলছে, কিছুদিন আগে তুতো বোন রিয়া কাপুরের বাড়িতে ডিনার পার্টিতে এলেও এতদিনে একবারের জন‍্যও মালাইকাকে দেখতে আসেননি অর্জুন। অথচ দুজনের বাড়ি খুবই কাছে। সাধারনত মালাইকার বাড়ির কাছাকাছি এলেই প্রেমিকার সঙ্গে দেখা করে যান অর্জুন। কিন্তু এবারে কেন তিনি তেমনটা করলেন না সেই প্রশ্নটাই ভাবাচ্ছে জুটির অনুরাগীদের। উপরন্তু আগের মতো এখন আর ডেটে যেতেও দেখা যায় না তাঁদের। সব দেখেশুনেই প্রশ্ন উঠছে, অর্জুন মালাইকার ঘরও কি ভাঙছে?

উল্লেখ‍্য, এক সর্বভারতীয় সংবাদ মাধ‍্যম সূত্রের দাবি, অর্জুন মালাইকার বিচ্ছেদের খবর গুজব ছাড়া কিছুই নয়। মুম্বইতে অত‍্যধিক করোনার বাড়বাড়ন্তর জন‍্যই বাড়ি ছেড়ে ঘন ঘন বেরোনো বন্ধ করে দিয়েছেন মালাইকা। কিছুদিন আগে নিজের পোষ‍্যকে নিয়ে বেরিয়ে ছিলেন তিনি। ব‍্যস, ওই পর্যন্তই। তাঁর বাড়ির বাইরে না বেরোনোর সঙ্গে অর্জুনের কোনো সম্পর্ক নেই বলেই দাবি করা হচ্ছে।


এর আগে অর্জুন বলেছিলেন, বয়স দেখে কারোর সম্পর্কের বিচার করাটা বোকামির সমান। তিনি স্পষ্ট বলেন, “আমরা ট্রোলগুলোর নব্বই শতাংশই পাত্তা দিই না। কারণ এগুলো সব ভুয়ো। ওই মানুষগুলোই আমাকে দেখতে পেলে সেলফি তোলার জন‍্য ছটপট করেন। আমার ব‍্যক্তিগত জীবনে আমি কী করছি না করছি সেটা সম্পূর্ণ আমার ব‍্যক্তিগত ব‍্যাপার। যতদিন আমার কাজ নিয়ে আলোচনা হচ্ছে, বাকি কিছুই গুরুত্ব পায় না।”

X