বাংলাহান্ট ডেস্ক : অর্জুন সিং-এর ঘর ওয়াপসির জল্পনায় সরগরম রাজ্য রাজনীতি। বেশ কিছুদিন ধরেই দলের অন্দরে বিদ্রোহী হয়ে উঠেছেন ব্যারাকপুরের সাংসদ। এমনকি দিন পাঁচেক আগে তিনি সাফ জানিয়েছিলেন যে ১৫-১৬ দিনের মধ্যেই জানা যাবে তিনি আর বিজেপিতে আছেন কি না। সেই ১৫ দিনের মেয়াদ কাটতে এখনও ঢের দেরি। কিন্তু এরই মধ্যে এই জল্পনার আগুনে ঘৃতাহুতি হল একটি স্যোশাল মিডিয়া পোস্টকে ঘিরে।
কাঁকিনাড়া অঞ্চলের তৃণমূল নেতা মুন্না সাউ সম্প্রতি স্যোশাল মিডিয়ায় পোস্ট করেন একটি ছবি। সেই ছবিটিতে অর্জুন সিংয়ের দেখা মেলে তৃণমূল নেতৃত্বের সঙ্গে। আর এই ছবিটি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই মুহুর্তে ছড়িয়ে পড়ে তা, ততোধিক দ্রুততায় ছড়ায় অর্জুন সিং এর দল বদলের জল্পনাও। কার্যতই শোরগোল শুরু হয় ব্যারাকপুর এলাকায়। ছেলে পবন সিং সহ অর্জুন সিংয়ের তৃণমূলে যোগ দান সময়ের অপেক্ষা বলেই দাবি করতে শোনা যায় রাজনৈতিক পর্যবেক্ষক মহলের একাংশকে।
सुना है आज समंदर को खुद पे गुमान आया है,
उधर ही ले चलो कश्ती जहाँ तूफान आया है।— Arjun Singh (@ArjunsinghWB) May 21, 2022
যদিও এই সমস্ত জল্পনাই অবশ্য উড়িয়ে দিয়েছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ। মুন্না সাউয়ের পোস্টের পালটা একটি পোস্টে অর্জুন সিং লেখেন, ‘আমি জানতে পেরেছি, তৃণমূলের কিছু নেতা-কর্মী সোশ্যাল মিডিয়ায় আমাকে নিয়ে পোস্টার ও ছবি বানিয়ে তৃণমূলে যোগদানের কথা প্রচার করে বেড়াচ্ছেন। এটা একেবারেই সত্যি নয়। আমি তৃণমূলে যোগ দিচ্ছি না।’
অন্যদিকে আবার সেই দল বদলের সম্ভাবনাকেই উসকিয়ে দিয়েছে তাঁর ট্যুইটারে করা একটি পোস্ট। ট্যুইটটিতে অর্জুন সিং লেখেন, ‘শুনছি আজ সাগর নিজেকে নিয়ে গর্বিত। তাই সেখানেই নিয়ে চলো যেখানে ঝড় উঠেছে।’ বলাই বাহুল্য, এই পোস্টটিকে বিশেষ ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ। তবে জল্পনা মত আজই কি ঘর ওয়াপসি হচ্ছে অর্জুন সিংয়ের? সে উত্তর অবশ্য সময়ই দেবে।