‘ছাড়তে পারব না’ বলেও বিচ্ছেদ! সাত বছরের সম্পর্ক ভাঙছে বনি-কৌশানির?

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সবকিছু নাকি ঠিক নেই বনি সেনগুপ্ত (Bonny Sengupta) ও কৌশানি মুখোপাধ‍্যায়ের (Koushani Mukherjee) সংসারে। দূরত্ব বাড়ছে দুজনের। খাদের মুখে নাকি এসে ঠেকেছে তাঁদের সম্পর্ক। দীর্ঘ সাত বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পথে বনি কৌশানির, এমনি কানাঘুঁষো চলছে টলিপাড়ায়।

টলিউডে অনেকদিন ধরেই বিচ্ছেদের ধুম চলছে। এক বছর থেকে শুরু করে বেশ কয়েক বছরের মজবুত সম্পর্কও ভেঙে যাচ্ছে তাসের ঘরের মতো। ইন্ডাস্ট্রিতে বনি কৌশানির জুটি যথেষ্ট শক্ত বলেই জানতেন এতদিন সকলে। ঝড় ঝাপটা সামলেও একে অপরের হাত ধরে ছিলেন দুজনে। কিন্তু গত এক সপ্তাহ ধরে নাকি কথা বন্ধ হয়ে গিয়েছে তাঁদের। আচমকা বিচ্ছেদের রটনা কেন?


প্রশ্ন এড়িয়ে যাননি কৌশানি। সংবাদ মাধ‍্যমকে তিনি জানিয়েছেন, মত বিরোধ হয়েছে তাঁদের‌। তবে বিচ্ছেদ এখনো হয়নি। আপাতত একা থাকতে চাইছেন কৌশানি। প্রতিটি সম্পর্কেই উত্থান পতন আসে, সেটা তিনিও জানেন। একা থেকে তিনি আগে বুঝতে চান যে তিনি নিজে কী চান। সবদিক ভেবেচিন্তে তারপর তিনি সিদ্ধান্ত নেবেন। সেটা ইতিবাচক হোক বা নেতিবাচক সবটাই তিনি জানাবেন খোলাখুলি।

অন‍্যদিকে বনির বক্তব‍্য, তাঁদের বিচ্ছেদ হয়নি। হ‍্যাঁ, অভিমান হয়েছে কৌশানির। কারণটাও জানেন তিনি। কাজের চাপে একে অপরকে সময় দিতে পারেননি তাঁরা। কিন্তু ভালবাসা থাকলে তো ঝগড়াও থাকবে তাই না? বনির বিশ্বাস, আবারো কৌশানিকে মানিয়ে নেবেন তিনি। অনুরাগীরাও চান, এটাই যেন সত‍্যি হয়।

একুশের বিধানসভা নির্বাচনের আগে বনি কৌশানি দুজনেই পা রেখেছিলেন রাজনীতিতে। তবে ভিন্ন ভিন্ন দলে। না জানিয়ে হঠাৎ বনি বিজেপিতে যোগ দেওয়ায় অবাক হয়েছিলেন কৌশানি। কিন্তু তাঁদের সম্পর্কে প্রভাব পড়েনি। পরবর্তীকালে বনি অবশ‍্য বিজেপি ছেড়ে দেওয়ায় খুশি হয়েছিলেন কৌশানি। দুজনে একসঙ্গে গাড়িও কিনেছিলেন। মনোমালিন‍্য কাটিয়ে ফের তাঁরা কাছাকাছি আসুন, চান ভক্তরা।

সম্পর্কিত খবর

X