অতিরিক্ত অহঙ্কার, আত্মবিশ্বাসেই ভরাডুবি? হরিয়ানার ফলাফলে প্রশ্নের মুখে কংগ্রেস! চাপে হাত শিবির?

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোটে চমকপ্রদ ফলাফলের পর আত্মবিশ্বাস অনেকখানি বেড়ে গিয়েছিল। তবে হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফলাফল সেই আত্মবিশ্বাস যেন এক ধাক্কায় চূর্ণ করে দিল! অনেকেই ভেবেছিলেন, এবার হয়তো সেখানে সরকার গড়বে কংগ্রেস (Congress)। কিন্তু সেই ভাবনায় জল ঢেলে ফের জয়ী হয়েছে বিজেপি। আবারও সেখানে সরকার গড়বে পদ্ম শিবির। এরপরেই দেখা দিয়েছে বেশ কয়েকটি প্রশ্ন।

  • হরিয়ানার রেজাল্টে ধাক্কা খেল হাত শিবির (Congress)!

হরিয়ানা বিধানসভা নির্বাচনে (Haryana Assembly Elections) ৩৭টি আসনে জয়ী হয়েছে কংগ্রেস। অন্যদিকে বিজেপির ঝুলিতে ৪৮টি আসন। জম্মু কাশ্মীরেও চমকপ্রদ ফলাফল করতে পারেনি তারা। ৩২টি আসনে প্রার্থী দিয়ে মাত্র ৬টি জয়ী হয়েছে হাত শিবির। অন্যদিকে ন্যাশানাল কনফারেন্স ৫১টি আসনে প্রার্থী দিয়েছিল। তার মধ্যে ৪২টিতেই জয়ী হয়েছে।

গতকাল এই ফলাফল প্রকাশ্যে আসতেই বেশ কিছু কানাঘুষো শোনা যাচ্ছে। কংগ্রেসকে (Congress) নিয়ে শরিক দলগুলি সন্দিহান বলে খবর। এবার অরবিন্দ কেজরিওয়াল, উদ্ভব ঠাকরেরা হাত শিবিরকে নিয়ে সুর নরম রাখবে না বলেই শোনা যাচ্ছে। ইতিমধ্যেই এই নিয়ে মুখ খুলেছেন ন্যাশানাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা।

আরও পড়ুনঃ ‘গরিব-মধ্যবিত্তরা হয় ঘটি-বাটি বেচুক, নয়তো…’! গণ ইস্তফা দিতেই ডাক্তারদের আক্রমণ শানালেন দেবাংশু

ওমর বলেন, ‘কংগ্রেস নিশ্চয়ই এই ফলাফলে হতাশ হবে। আমি নতুন করে ক্ষতস্থানে আঘাত দেব না। তবে হরিয়ানার ফলাফলে সত্যিই স্তম্ভিত। আমি নিশ্চিত, কংগ্রেস ভুলত্রুটি পর্যালোচনা করে ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রে সেই অনুযায়ী পদক্ষেপ নেবে। উপত্যকায় কংগ্রেসের সঙ্গে জোট তৈরির ক্ষেত্রে আসন কোনও ব্যাপার ছিল না। কংগ্রেস যদি না-ও থাকতো, তাহলেও আমরা একটি আসন বাদে জয়ী হতাম’।

Rahul Gandhi Congress

হরিয়ানায় ভরাডুবি হলেও জম্মু ও কাশ্মীরে ন্যাশানাল কনফারেন্সের সঙ্গে জোট বেঁধে ক্ষমতায় আসবে হাত শিবির (Congress)। আগামী মাসেই ঝাড়খণ্ডে ভোট আছে। সেখানে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সঙ্গে জোট আছে। মহারাষ্ট্রে শিবসেনা (উদ্ভব ঠাকরে) ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (শরদ পাওয়ার) সঙ্গে তাঁর জোট আছে। অন্যদিকে দিল্লিতে রয়েছে আম আদমি পার্টি। তবে হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ফলাফল দেখে অনেকেই মনে করছেন, আসন সমঝোতার বিশেষ সুযোগ রইল না।

এই বিষয়ে শিবসেনা (উদ্ভব ঠাকরে) নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী যেমন বলেন, ‘রণকৌশল নিয়ে কংগ্রেসকে ভাবতে হবে। বিজেপির সঙ্গে সরাসরি লড়াইয়ে কেন কংগ্রেস দুর্বল হয়ে পড়ে। এমন কেন হয়?’ অন্যদিকে দিল্লির সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) বলেন, ‘হরিয়ানার রেজাল্ট খতিয়ে দেখতে হবে। ভোট নিয়ে যে অতিরিক্ত আত্মবিশ্বাস হওয়া উচিত নয়, এখান থেকে শিক্ষা নেওয়া উচিত’।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর