এবার একই চ্যানেলে দুই প্রাক্তন, সায়ন্ত-বিতর্কের মাঝেই ছোটপর্দায় কামব্যাক দেবচন্দ্রিমার!

বাংলাহান্ট ডেস্ক : ছোটপর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। দীর্ঘদিন ধরে সিরিয়ালে (Serial) কাজ করছেন তিনি। দর্শকদের অবশ্য এখনো তিনি জনপ্রিয় ‘চারু’ নামে। তবে ইদানিং কলকাতা-মুম্বই যাতায়াত চলছে তাঁর। এর মধ্যেই হিন্দি টেলিজগতে নিজের নাম পাকা করে ফেলেছেন তিনি। কিছুদিন আগেই অবশ্য শেষ হয়েছে দেবচন্দ্রিমার হিন্দি ধারাবাহিকটি (Serial)। এবার ফের তাঁর বাংলা ছোটপর্দায় ফেরার খবর শোনা যাচ্ছে।

আবারো ছোটপর্দায় (Serial) ফিরছেন দেবচন্দ্রিমা

মূলত স্টার জলসার সিরিয়ালেই (Serial) দেখা গিয়েছে দেবচন্দ্রিমাকে। সাঁঝের বাতির পর তিনি ফিরেছিলেন সাহেবের চিঠি সিরিয়ালে। মাঝে কাজ করেছেন টলিউডে, ওয়েব সিরিজে। তারপরেই সটান মুম্বই পাড়ি। বিগত কয়েক বছরে দেবচন্দ্রিমার কেরিয়ার গ্রাফ উঠেছে চড়চড়িয়ে। তবে তাঁর ছোটপর্দায় ফেরার গুঞ্জনে উৎসাহী ভক্তরা।

Is debchandrima singha roy returning to serial

জি বাংলায় দেখা যাবে নায়িকাকে: বর্তমানে কলকাতায় রয়েছেন দেবচন্দ্রিমা। কিছু ফটোশুটেও দেখা গিয়েছে তাঁকে। তবে এবার টেলিপাড়ায় গুঞ্জন, জি বাংলায় দেখা যাবে তাঁকে। তবে না, নতুন কোনো সিরিয়াল (Serial) নয়। শোনা যাচ্ছে, ‘রান্নাঘর’এ অতিথি হয়ে আসতে চলেছেন তিনি। তবে কি আর বাংলা সিরিয়ালে (Serial) দেখা যাবে না তাঁকে?

আরো পড়ুন : পাকিস্তানেই পরপর নিকেশ ভারত বিরোধী সন্ত্রাসবাদীরা! চমকে দেবে লম্বা লিস্ট

কবে ফিরবেন সিরিয়ালে: এর উত্তর দেবচন্দ্রিমা নিজেই দিয়েছেন। নিজের ইউটিউব চ্যানেলের একটি ভ্লগে তিনি জানিয়েছেন, কিছু নতুন প্রোজেক্টের কাজ নিয়েই তিনি কলকাতায় এসেছেন। সিরিয়ালে (Serial) এখনি তিনি ফিরছেন না ঠিকই, তবে যে প্রোজেক্ট গুলি তাঁর হাতে রয়েছে সেগুলিও বেশ ইন্টারেস্টিং বলেই জানিয়েছেন দেবচন্দ্রিমা।

আরো পড়ুন : ২ মাসে দুবার স্লট বদল, রাতারাতি ঘোষণা নতুন সময়, এই সিরিয়াল নিয়ে বড় সিদ্ধান্ত জলসার!

প্রসঙ্গত, এই মুহূর্তে আরো একটি কারণে চর্চায় রয়েছেন দেবচন্দ্রিমা। প্রাক্তন সায়ন্ত মোদকের বিরুদ্ধে মুখ খুলতে দেখা গিয়েছে তাঁকে। উল্লেখ্য, বর্তমানে জি বাংলারই জগদ্ধাত্রী সিরিয়ালে দেখা যাচ্ছে সায়ন্তকে। যদিও ওই সিরিয়াল থেকেও তাঁকে বাদ দেওয়ার দাবি উঠছে। 

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর