রণবীর-দীপিকার কোলে ছোট্ট দুয়া, মেয়ের মুখ দেখালেন জুটি? ভাইরাল ছবির সত্যতা কী?

বাংলাহান্ট ডেস্ক : বলিউডের নতুন সদস্য দীপিকা পাডুকোন এবং রণবীর সিং এর ছোট্ট মেয়ে দুয়া পাডুকোন সিং (Dua Padukone Singh)। চলতি বছরের সেপ্টেম্বরে সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। বিয়ের ছয় বছর পর তাঁদের পরিবারে এসেছে একরত্তি। সন্তান জন্মের পর তার নাম প্রকাশ্যে আনলেও মেয়ের মুখ এতদিন আড়ালেই রেখেছিলেন দীপিকা রণবীর। বলিউডের একাধিক তারকার মতো তাঁরাও ‘নো ফটো পলিসি’ই বজায় রেখেছেন। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে দীপিকা রণবীরের মেয়ে দুয়ার (Dua Padukone Singh) ছবি!

দুয়াকে (Dua Padukone Singh) নিয়ে ভাইরাল রণবীর দীপিকার ছবি

কোনো ছবিতে দেখা যাচ্ছে, মেয়েকে কোলে নিয়ে হাসিমুখে তাকিয়ে রয়েছেন দীপিকা রণবীর। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, দীপিকার কোলে শুয়ে ছোট্ট দুয়া (Dua Padukone Singh)। আর রণবীর স্নেহের চোখে তাকিয়ে মেয়ের দিকে। আবার আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, দীপিকা আর দুয়াকে (Dua Padukone Singh) জড়িয়ে ধরে রয়েছেন রণবীর।

Is deepika ranveer daughter dua padukone singh photos real

ভাইরাল ছবির সত্যতা কী: প্রতিটি ছবিতেই স্পষ্ট তাঁদের কোলের শিশুটির মুখ। ছবিগুলি ভাইরাল হতেই নেটিজেনরা উচ্ছ্বসিত হয়ে উঠেছেন। শুভেচ্ছা বার্তায় ভেসেছেন তারকা জুটি। কিন্তু প্রশ্ন হল, এগুলি কি আদৌ দুয়ার (Dua Padukone Singh) ছবি? সত্যিই কি মেয়ের মুখ প্রকাশ্যে এনেছেন রণবীর দীপিকা? উত্তর হল, না। রণবীর বা দীপিকা কেউই এই ছবিগুলির সত্যতা স্বীকার করেননি। সোশ্যাল মিডিয়ায় এই ছবিগুলি তাঁরা স্বীকারও করেননি।

আরো পড়ুন : কাজ করলনা “ফন্দি”, শত্রু নিকেশ করতে ভারতের দ্বারস্থ পাকিস্তানের এই “বন্ধু”, পত্রপাঠ বিদায় দিল্লির

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে ছবি: জানা যাচ্ছে, এই ছবিগুলি সম্পূর্ণ ভুয়ো। AI এর মাধ্যমে তৈরি করা হয়েছে ছবিগুলি। অন্য নারী পুরুষের শরীরে বসিয়ে দেওয়া হয়েছে রণবীর দীপিকার মুখ। এই ছবিগুলির মধ্যে কোনো সত্যতাই নেই। তবে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ছবিগুলি।

আরো পড়ুন : বাংলায় প্রথম ‘মিডনাইট শো’, মুক্তির দিনেই ১০০-র বেশি হাউজফুল! পুষ্পাকে টেক্কা দিয়ে ইতিহাস গড়ল ‘খাদান’

প্রসঙ্গত, সম্প্রতি দিলজিৎ দোসাঞ্ঝের বেঙ্গালুরুর কনসার্টে দেখা মিলেছিল দীপিকার। মা হওয়ার পর ওই কনসার্টেই প্রথম জনসমক্ষে আসেন তিনি। দিলজিৎকে কন্নড় শেখাতেও দেখা গিয়েছিল দীপিকাকে। তারপরেই মেয়েকে নিয়ে মুম্বই ফিরে আসেন দীপিকা।

 

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর