বাংলাহান্ট ডেস্ক: তিনি অভিনেত্রী, নৃত্যলিল্পী, বিধায়ক দেবাশিস কুমারের মেয়ে, আবার উত্তম কুমারের নাতবৌ। একই অঙ্গে নানা পরিচয় দেবলীনা কুমারের (Devlina Kumar)। বাপের বাড়ির দিকে রাজনৈতিক আলোচনা নতুন নয় তাঁর কাছে। দেবাশিস কুমার দীর্ঘদিন ধরে রাসবিহারীর তৃণমূল বিধায়ক। বাবার হয়ে ভোট প্রচারে গিয়েছেন মেয়েও। এবার কী তাঁর সক্রিয় রাজনীতিতে আসার পালা?
মঙ্গলবার সকালে উপনির্বাচন ছিল বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে। প্রতি বারের মতো এদিনও বাবার সঙ্গে সকাল সকাল ভোট দিতে বেরিয়ে পড়েছিলেন দেবলীনা। ভোট দিয়ে বেরিয়ে অভিনেত্রী জানান, তিনিও বাবার মতো রাজনীতিতে পা রাখতে চান। তাঁর কাছে প্রস্তাবও এসেছিল। তবে তার জন্য অনেকটা সময় চাই।
দেবলীনা বলেন, সুযোগ পেলে রাজনীতিতে আসতে চান তিনিও। গত বছর পুরসভা নির্বাচনের সময়ে ভোটে দাঁড়ানোর প্রস্তাবও দেওয়া হয়েছিল তাঁকে দলের থেকে। কিন্তু নিজেই সেই প্রস্তাব ফিরিয়ে দেন দেবলীনা। কারণ তাঁর মতে, রাজনীতির জন্য অনেকটা সময় দরকার যেটা তাঁর কাছে এই মুহূর্তে নেই।
অভিনয় নিয়ে খুবই ব্যস্ত তিনি। রাজনীতিতে এলে অন্য কাজগুলোর জন্য সময় বের করতে পারবেন না তিনি। তাই দেবলীনা ঠিক করেছেন, রাজনীতির জগতে যদি আসেন তাহলে নিজের সবটুকু সময় এখানেই লাগাবেন। ফাঁকি দেবেন না। এ বিষয়ে ববা দেবাশিস কুমারেরও সমর্থন পেয়েছিলেন দেবলীনা।
টলিউডে কাজের পরিমাণ বাড়ছে তাঁর। সম্প্রতি ‘আবার কাঞ্চনজঙ্ঘা’ ছবিতে অভিনয় করেছেন তিনি। এরপর ‘জোকার’ ছবিতেও নাকি দেখা যাবে তাঁকে। দেবলীনার বিপরীতে থাকছেন ওম সাহানি। এছাড়াও স্বামী গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘সার্কাসের ঘোড়া’ ছবিতেও জুটি বাঁধছেন দেবলীনা।