Banglahunt Breaking: হয়ে গেল কনফার্ম! ২১ জুলাই তৃণমূলে যোগ দিতে চলেছেন সস্ত্রীক দিলীপ ঘোষ: সূত্র

Published On:

বাংলা হান্ট ডেস্ক: দিঘার জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষের (Dilip Ghosh) উপস্থিত হওয়ার প্রসঙ্গে বুধবার দুপুরেই প্রথম খবর সামনে এনেছিল বাংলাহান্ট। তারপরেই দেখা যায় যে, বুধবার বিকেলে মন্দিরে সস্ত্রীক পৌঁছে যান দিলীপ ঘোষ। শুধু তাই নয়, সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেন তাঁরা। এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য-রাজনীতিতেও শোরগোল পড়ে যায়। পাশাপাশি, দিলীপ ঘোষ তৃণমূলে যোগদান করছেন কিনা এই বিষয়েও শুরু হয় জল্পনা।

তৃণমূলে যোগ দিতে চলেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)?

ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। ইতিমধ্যেই সূত্র মারফত জানা গিয়েছে যে, আগামী ২১ জুলাই দিলীপ ঘোষ যোগ দিতে পারেন তৃণমূল শিবিরে। পাশাপাশি, তাঁর (Dilip Ghosh) স্ত্রী রিঙ্কু মজুমদারও ঘাসফুল শিবিরে যোগদান করতে পারেন। সূত্রের খবর অনুযায়ী, রিঙ্কু তৃণমূলের মহিলা কমিটিতেও স্থান পেতে পারেন।

Is Dilip Ghosh going to join Trinamool on July 21.

এদিকে, সস্ত্রীক দিলীপ ঘোষের (Dilip Ghosh) মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাতের বিষয়টি আদৌ ভালোভাবে নিচ্ছেন না বিজেপির নেতৃত্বরা। শুধু তাই নয়, দিলীপ ঘোষের কড়া সমালোচনা করেছেন বিজেপি নেতারা। ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি নাম না করেই জানিয়েছেন, “কোনও ব্যক্তি তিনি কী করবেন কী বলবেন, কী বলবেন না সেসব উত্তর আমি দেব না।”

আরও পড়ুন: দিঘার জগন্নাথ মন্দিরে পৌঁছে গেলেন সস্ত্রীক দিলীপ ঘোষ! মুখ্যমন্ত্রীর সঙ্গে করলেন সাক্ষাৎ

পাশাপাশি, তীব্র কটাক্ষের সুরে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ স্পষ্ট জানিয়ে দেন, “একজন ‘ত্যাগী’ থেকে কিভাবে ‘ভোগী’ হতে হয় তার আদর্শ নিদর্শন আপনি দিলীপবাবু।” শুধু তাই নয়, সৌমিত্র দিলীপ ঘোষকে “বাংলা বিজেপির লজ্জা” হিসেবে বিবেচিত করেছেন।” এদিকে, সোশ্যাল মিডিয়ায় তরুণজ্যোতি একটি পোস্টের মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানান। যেখানে তিনি দিলীপ ঘোষের উদ্দেশ্যে এটাও বলেন যে “ভবিষ্যতে যদি আপনি মমতার সহযোদ্ধা হিসেবে তাঁর পাশে দাঁড়ান তাহলেও আর অবাক হব না আজকের পর।”

আরও পড়ুন: ৩৮ বছরে পা দিলেন রোহিত! গাড়ি-বাড়ি সহ মোট কত সম্পদের অধিকারী হিটম্যান? চমকে দেবে পরিসংখ্যান

তবে, দিলীপ ঘোষের (Dilip Ghosh) শাসকদলের সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতেই তৃণমূলে তাঁর যোগদানের জল্পনায় ঘাসফুল শিবিরের একাংশ অসন্তুষ্ট হতে পারেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। কারণ রাজনীতির ময়দানে, বিরোধী দলে থেকে বারংবার মমতা ব্যানার্জিকে বাক্যবাণে বিঁধেছিলেন দিলীপ ঘোষ। কখনও তিনি মমতাকে “মেয়েছেলে” বলেছেন আবার কখনও তৃণমূল সমর্থকদের উদ্দেশ্যে “হুমকি” দিয়ে জানিয়েছিলেন, “আমাদের চোখ দেখালে, ছ’ফুট নিচে পাঠাব নাহলে ছ’ফুট উপর থেকে নামিয়ে দেব।” যদিও, এবার এহেন বিতর্কিত মন্তব্যকে দূরে সরিয়ে রেখেই রাজনীতির ময়দানে হয়তো নতুন চমক দেখাতে পারেন দিলীপ। সূত্র মারফত জানা গিয়েছে, ২১ জুলাই মমতা এবং অভিষেকের উপস্থিতিতেই ঘাসফুল শিবিরে সস্ত্রীক যোগদান করতে পারেন দিলীপ ঘোষ। এমতাবস্থায়, দিলীপের রাজনৈতিক গতিপথ কোন দিকে এগোয় সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X