বাংলায় বিজেপির হারের জন্য দায় কি দিলীপ ঘোষের! মুখ খুললেন প্রাক্তন রাজ্য সভাপতি

বাংলাহান্ট ডেস্কঃ সোমবার রাতে বড় রদবদল করা হল বিজেপির অন্দরে। বিজেপির রাজ্য সভাপতির পদ থেকে সরানো হল দিলীপ ঘোষকে (dilip ghosh)। সেই জায়গায় আনা হল বালুরঘাটের সাংসদ ড. সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar)। পাশাপাশি দিলীপ ঘোষকে করা হল কেন্দ্রীয় সহ সভাপতি। এই ঘোষণার পর থেকেই শুভেচ্ছা বার্তা আসতে থাকে এই দুই সদস্যের জন্য।

শুভেচ্ছা বার্তা জ্ঞাপনের মধ্য দিয়ে রাজ্য বিজেপির নতুন সভাপতির সাফল্যও কামনা করলেন প্রাক্তন রাজ্য সভাপতি। দিলীপ ঘোষ ট্যুইটারে লেখেন, ‘ভারতীয় জনতা পার্টির নতুন রাজ্য সভাপতি হিসেবে ডঃ সুকান্ত মজুমদারকে অভিনন্দন জানাই এবং তার সাফল্য কামনা করি’।

রাজ্য বিজেপির নতুন সভাপতিকে শুভেচ্ছা জানান বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীও।

বিধানসভা নির্বাচনে ভরাডুবির দায় নাকি দলীয় কোন্দল সামলাতে না পারা, কেন হঠাৎ সময়ের আগেই এত বড় রদবদল করা হল, সে প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, ‘বিধানসভা নির্বাচনের পরবর্তীতে বাংলায় নতুন ভূমিকায় এসেছে বিজেপি। সংগঠনকে প্রতিষ্ঠিত করে বৈচারিক লড়াই করছিলাম এতদিন ধরে। তবে এবার যেহেতু দল নতুন ভূমিকা নিয়ে এসেছে, তাই সব ক্ষেত্রেই নতুন নেতৃত্ব আসা উচিৎ’।

Ghosh 1582468892

তবে তাঁর মেয়াদ ফুরানোর আগেই হঠাৎ এমন সিদ্ধান্ত প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, ‘জুলাই মাসেই কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে আমার কথা হয়েছে। তবে সবার সঙ্গে কথা বলেই সংগঠনের প্রয়োজনে এই রদবদল করা হয়েছে। তবে বিধানসভা নির্বাচনের দায় আমার উপর চাপাতেই পারেন, আমি কিন্তু আমার নিজের কাজ করে গেছি’।

নতুন দায়িত্ব হাতে পেয়ে সুকান্ত মজুমদার জানিয়েছেন, ‘পশ্চিমবঙ্গে বিজেপির অন্যতম সফল সভাপতি হলেন দিলীপ ঘোষ। দিলীপদার কাছে আশীর্বাদ নিয়েই কাজ শুরু করব’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর