বাংলা ইন্ডাস্ট্রিতেই “গোপন” সম্পর্ক ‘রাণীমা’র, নতুন প্রেমিকের পরিচয় ফাঁস করলেন দিতিপ্রিয়া!

বাংলাহান্ট ডেস্ক : তিনি ছোটপর্দার ‘রাণীমা’। সিরিমাল শেষ হয়ে আরো একগুচ্ছ অন্য প্রোজেক্টে অভিনয় করলেও অনেকের কাছেই দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) এখনও রাণী রাসমণি হয়েই রয়েছেন। অনেক ছোট বয়সে অভিনয় জগতে পা রাখলেও এই ধারাবাহিকটি খ্যাতির শীর্ষে তুলেছিল দিতিপ্রিয়াকে। দীর্ঘ চার বছরেরও বেশি সময় ধরে চলার পর শেষ হয় করুণাময়ী রাণী রাসমণি।

আবার টেলিভিশনে ফিরছেন দিতিপ্রিয়া (Ditipriya Roy)

দিতিপ্রিয়া (Ditipriya Roy) অবশ্য সিরিয়াল শেষের বেশ কিছু দিন আগে ধারাবাহিক ছেড়ে বেরিয়ে যান। রাসমণির চরিত্রটির সমাপ্তির সঙ্গে সঙ্গেই সিরিয়ালকে বিদায় জানান তিনি। তারপর থেকে ছোটপর্দার সঙ্গে দূরত্ব বাড়িয়ে নিয়েছিলেন অভিনেত্রী। ব্যস্ত ছিলেন সিনেমা, ওয়েব সিরিজ, মিউজিক ভিডিও নিয়ে। তবে দীর্ঘ অপেক্ষা শেষে আবারও টেলিভিশনে ফিরছেন তিনি।

Is ditipriya roy in a new relationship within industry

নতুন প্রেমে পড়েছেন অভিনেত্রী: তবে শুধু অভিনয় আর পড়াশোনাই নয়। দিতিপ্রিয়ার (Ditipriya Roy) মনে দোলা দিয়েছে নতুন প্রেমও। এর আগে একাধিক বার সম্পর্কে জড়ানোর গুঞ্জন রটেছে অভিনেত্রীর নামে। কখনো বিশ্বাবসু বিশ্বাস, কখনো আদৃত রায়ের মতো সহ অভিনেতাদের সঙ্গেই নাম জড়িয়েছে তাঁর। কিন্তু প্রতি বারই মিথ্যে গুঞ্জন বলে নাকচ করে দিয়েছেন দিতিপ্রিয়া (Ditipriya Roy)। অবশেষে তাঁর মনেও ঘটেছে বসন্তের প্রবেশ।

আরো পড়ুন : গুরুতর অভিযোগ, পুলিশের জালে জনপ্রিয় সিরিয়ালের নায়িকা, রাতারাতি জেলবন্দি অভিনেত্রী

দিতিপ্রিয়ার প্রেমিকের পরিচয় কী: নতুন সম্পর্কে জড়ানোর খবর স্বীকার করেছিলেন দিতিপ্রিয়া (Ditipriya Roy)। প্রথমে তাঁর পরিচয় প্রকাশ না করলেও এখন আর তাতেও রাখঢাক নেই। কিন্তু হঠাৎ করেই খবর ছড়ায়, প্রেমিকের সঙ্গে সম্পর্ক ভেঙে নতুন বাঁধনে বাঁধা পড়েছেন দিতিপ্রিয়া (Ditipriya Roy)। সত্যিই কি তাঁর জীবনে এসেছে নতুন মানুষ? খোঁজ নিয়ে জানা গেল আসলে ব্যাপারটা অন্য। প্রথমে শোনা গিয়েছিল, অভিনয় ইন্ডাস্ট্রিরই কারোর প্রেমে পড়েছেন দিতিপ্রিয়া। কিন্তু এখন প্রকাশ্যে এসেছে তাঁর পরিচয়। অভিনেত্রীর প্রেমিক চেন্নাই এফসির গোলকিপার শমীক মিত্র। তাঁর প্রেমেই হাবুডুবু খাচ্ছেন দিতিপ্রিয়া।

আরো পড়ুন : “কাঙাল” পাকিস্তানের শোচনীয় অবস্থা! পড়শি দেশকে বাঁচাতে মাঠে নামল বিশ্ব ব্যাঙ্ক

অন্যদিকে কেরিয়ারেও নতুন অধ্যায় শুরু করতে চলেছেন দিতিপ্রিয়া (Ditipriya Roy)। খুব শীঘ্রই জি বাংলায় আসতে চলেছে তাঁর নতুন সিরিয়াল ‘তোমাকে ভালোবেসে’। এই ধারাবাহিকে জিতু কামালের বিপরীতে তাঁকে দেখা যাবে বলে খবর। তবে দিতিপ্রিয়ার প্রোমো সামনে আসলেও এখনো জিতুর দেখা মেলেনি প্রোমোতে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর