বিজেপিতে যোগ দিচ্ছেন মিতালী রাজ! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো চিঠি দেখে উঠেছে প্রশ্ন

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ১৯৯৯ সাল থেকে শুরু হওয়া ২৩ বছরের যাত্রার অবসান ঘটেছে সম্প্রতি। গত জুন মাসের ভারতীয় জাতীয় দল থেকে অবসর ঘোষণা করেছেন ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার মিতালী রাজ। টুইট করে এক আবেগঘন বার্তায় নিজের অবসরের কথা ঘোষণা করেছেন এই কিংবদন্তি ক্রিকেটার। টেস্ট, টি টোয়েন্টি, ওডিআই মিলিয়ে তিনি আন্তর্জাতিক মহিলা ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসাবেই ক্রিকেটকে বিদায় জানালেন।

 

মিতালী একদিনের ক্রিকেটে ৭৮০৫, টি টোয়েন্টিতে ২৩৬৪ এবং টেস্টে ৬৯৯ রান করেছেন। একজন দক্ষ ব্যাটারের পাশাপাশি তিনি একজন যোগ্য অধিনায়ক হিসাবেও বেশ কিছু বছর ভারতীয় মহিলা দলের নেতৃত্বের দায়ভার বহন করেছিলেন। একজন ভারতীয় মহিলা হিসাবে তিনি পদ্মশ্রী, পদ্মভূষণ এবং খেলরত্ন পুরস্কারগুলি পেয়েছিলেন। এবার তার অবসরের পরের ইনিংসের জন্য তাকে শুভেচ্চা জানালেন নরেন্দ্র মোদি।

মোদির পাঠানো শুভেচ্ছা বার্তার চিঠিটি টুইট করে সকলের সামনে তুলে ধরেছেন প্রাক্তন ভারতীয় মহিলা অধিনায়ক স্বয়ং। ইন্দ্র মোদির তারবার্তায় মিতালীকে বলেছেন শুধুমাত্র রেকর্ড বা পরিসংখ্যান দিয়ে তার সাফল্যকে বিচার করলে সেটা অন্যায় হবে বরং মিতালী যে লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছেন সেটি তাঁর সবচেয়ে বড় অর্জন। তার অধিনায়কত্ব থেকে শুরু করে করোনাকালে মিতালীর সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টারও প্রশংসা করেছেন মোদি। শেষে এমন একটি কথা বলেছেন যা সকলের কাছে বেশ তাৎপর্যপূর্ণ হতে পারে। অনেকেই মোদির পাঠানো চিঠির শেষ অনুচ্ছেদটি দেখে সন্দেহ করছেন যে খুব শীঘ্রই মিতালি রাজ কে বিজেপিতে যুক্ত হতে দেখা যেতে পারে। মোদির স্পষ্ট করে কিছু না বললেও মিতালি রাজ কে স্মরণ করিয়ে দিয়েছেন যে তার দ্বিতীয় ইনিংস শুরু করার কথা। মোদি জানিয়েছেন মিতালি যাই করুক না কেন তিনি তাকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং তার পাশে থাকছেন।

মোদির থেকে বার্তা পেয়ে আপ্লুত মিতালী নিজেও। তিনি জানিয়েছেন আরও লক্ষ কোটি ভারতীয় মতো নরেন্দ্র মোদি তার কাছেও একজন অনুপ্রেরণা। প্রধানমন্ত্রীর ভারতের প্রতি দায়বদ্ধতার প্রশংসা করেছেন মিতালী। মিতালী জানিয়েছেন নরেন্দ্র মোদির এই বার্তা তাকে তার পরবর্তী অধ্যায় শুরু করার ব্যাপারে অনুপ্রেরণা যোগাচ্ছে এই থেকেই অনেকে অনুমান করে নিচ্ছেন যে অদূর ভবিষ্যতে হয়তো রাজনীতিতে যুক্ত হবেন, এবং তাকে হয়তো গেরুয়া শিবিরের হয়েই কাজ করতে দেখা যাবে। নিজের অবসর বার্তাতেও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীকে ধন্যবাদ না জানিয়ে অমিত শাহ পত্র এবং বিসিসিআই সচিব জয় শাহ কে ধন্যবাদ জানিয়ে ছিলেন মিতালী। তখন থেকেই তাঁর বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। এখন এই ঘটনা সেই জল্পনাকে আরও উসকে দিল।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর