“পান্ডিয়ার নতুন স্ত্রী…”, ফের বিদেশিনীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন হার্দিক? পরিচয় সামনে আসতেই শুরু হইচই

বাংলা হান্ট ডেস্ক: এখন ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে চার ম্যাচের T20 সিরিজে এখনও পর্যন্ত দু’টি ম্যাচ খেলা হয়েছে। যেখানে ওই সিরিজের প্রথম ম্যাচে জিতে ভারতীয় দল লিড নিয়েছিল। কিন্তু, দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা প্রত্যাবর্তন করে সিরিজে সমতা আনে। যদিও, ওই ম্যাচে ভারতীয় দলের এক সময় জেতার কথা ছিল। কিন্তু শেষ কয়েক ওভারে করা ভুলের কারণে দলকে হারের মুখে পড়তে হয়। ওই ম্যাচে অবশ্য ভালো ইনিংস খেলেছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)।

ফের বিদেশিনীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন হার্দিক (Hardik Pandya)?

এদিকে, ফের একবার ব্যক্তিগত জীবনের কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে এলেন হার্দিক (Hardik Pandya)। মূলত, ডিভোর্সের পর হার্দিক পান্ডিয়ার নাম জড়িয়েছে একাধিক সুন্দরীর সঙ্গে। তাঁদের মধ্যে একজন হলেন জেসমিন ওয়ালিয়া। ঠিক এই আবহেই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠেছিল যে হার্দিক পান্ডিয়া এবং জেসমিন ওয়ালিয়া একে অপরকে ডেট করছেন।

 

View this post on Instagram

 

A post shared by Jasmin Walia (@jasminwalia)

তবে, হার্দিক (Hardik Pandya) তাঁর ডেটিংয়ের খবর সম্পর্কে কিছু বলেননি। বা তাঁকে জেসমিন ওয়ালিয়ার সাথে দেখাও যায়নি। কিন্তু হার্দিক ও জেসমিন ওয়ালিয়ার সম্পর্কের বিষয়ে জোর জল্পনা শুরু হয়েছে। জেসমিন ওয়ালিয়ার সাম্প্রতিক পোস্টে নেটিজেনদের মধ্যেও এই বিষয়টি পরিলক্ষিত হয়েছে।

Is Hardik Pandya in love again?

জেসমিন ওয়ালিয়ার পোস্টে হার্দিক সম্পর্কিত মন্তব্য: জানিয়ে রাখি যে, জেসমিন ওয়ালিয়া হলেন একজন ব্রিটিশ গায়িকা এবং টেলিভিশন পারসোনালিটি। তিনি প্রায়শই ইনস্টাগ্রামে তাঁর মিউজিক ভিডিও শেয়ার করেন। গত মঙ্গলবার সন্ধ্যায় জেসমিন ওয়ালিয়া তাঁর ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন, যেখানে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) সম্পর্কিত একটি বিশেষ মন্তব্য দেখা গেছে।

আরও পড়ুন: ফের পতনের সম্মুখীন সেনসেক্স-নিফটি! রক্তাক্ত শেয়ার বাজারে সর্বনাশ বিনিয়োগকারীদের

ওই পোস্টে একজন নেটিজেন মন্তব্য করেছেন যে, ইনি হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) নতুন স্ত্রী। এদিকে, জেসমিন ওয়ালিয়ার এই পোস্টে হাজারো কমেন্ট ও লাইক এসেছে। ইনস্টাগ্রামে জেসমিন ওয়ালিয়ার ৭লক্ষ ১৬ হাজার ফলোয়ার্সও রয়েছে। ২০১৪ সালে, জেসমিন তার YouTube চ্যানেল চালু করেন। যেখানে তিনি জ্যাক নাইট, ইনটেনস-টি এবং অলি গ্রিনের মতো শিল্পীদের সাথে কাজ করেছেন। ২০১৭ সালে তাঁর “বম ডিগি” গানটি তুমুল জনপ্রিয়তা অর্জন করে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর