বাংলাহান্ট ডেস্ক: রঙের উৎসব মিটতে না মিটতেই নতুন জুটির গুঞ্জন টিনসেল টাউনে। গুঞ্জন ইন্ডাস্ট্রির দুই হেভিওয়েট পরিবার সইফ আলি খান (Saif Ali Khan) ও বনি কাপুরের পরিবারের সদস্যকে নিয়ে। শোনা যাচ্ছে, প্রেম করছেন ইব্রাহিম আলি খান (Ibrahim Ali Khan) এবং খুশি কাপুর (Khushi Kapoor)। সম্প্রতি মুম্বইয়ে একটি হোলি পার্টিতে দুজনকে একসঙ্গে দেখার পরেই এমন গুঞ্জনে ছয়লাপ নেটপাড়া।
কিছুদিন আগেই গিয়েছে হোলি। জুহুতে একটি হোলি পার্টিতে যোগ দিয়েছিলেন দুই তারকা সন্তান। একটি ছিমছাম টিশার্ট ও জিন্সে দেখা গেল ইব্রাহিমকে। যদিও শার্টটি রঙিন হয়ে উঠেছিল। বন্ধুবান্ধবদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে ব্যস্ত ছিলেন তিনি। অন্য দিকে খুশিও ছিলেন ক্যাজুয়াল পোশাকে। সঙ্গে মাথায় একটি কালো টুপি পরেছিলেন তিনি, যা তাঁর মুখ কিছুটা ঢেকে রেখেছিল।
ক্যামেরার সামনে দাঁড়িয়ে পোজ দেননি কেউই। কিন্তু দুজনকে একসঙ্গে পার্টিতে দেখে দুয়ে দুয়ে চার করছেন নেটিজেনরা। অনেকেরই প্রশ্ন, ইব্রাহিম কি এবার খুশির প্রেমে মজেছেন? কিছুদিন আগে পর্যন্তও পলক আগরওয়ালের সঙ্গে তাঁর নাম চর্চায় ছিল। কিন্তু ক্যামেরা দেখে পলকের মুখ লুকানোয় ইব্রাহিম নাকি ভারী লজ্জিত হয়েছিলেন।
দুজনের সম্পর্ক আর এগোয়নি বলেও শোনা গিয়েছিল। পলকের শূন্যস্থানটাই কি এবার খুশি পূরণ করলেন? প্রশ্ন নেটনাগরিকদের। অনেকে আবার ইব্রাহিম খুশির বিয়ের জল্পনাও শুরু করে দিয়েছেন! যদিও বিষয়টা নিয়ে এখনো মুখ খোলেননি কেউই।
প্রসঙ্গত, খুব শীঘ্রই জোয়া আখতারের ছবিতে অভিষেক করতে চলেছেন খুশি কাপুর। জনপ্রিয় ‘আর্চিস’ কমিকসেরই বড়পর্দায় রূপান্তর হতে চলেছে বলে খবর। ছবিতে খুশি ছাড়াও থাকছেন সুহানা খান এবং অগ্যস্ত নন্দা। অন্যদিকে করন জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে সহ পরিচালকের কাজ করছেন ইব্রাহিম।